Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024রোহিত শর্মাকে নতুন ‘উপাধি’ দিল মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মাকে নতুন ‘উপাধি’ দিল মুম্বই ইন্ডিয়ান্স

Follow Us :

মুম্বই: বিস্ফোরক ব্যাটিংশৈলীর জন্য ‘হিটম্যান’ (Hitman) উপাধি পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবার নতুন উপাধি দিল। বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোহিতের একটি ছবি পোস্ট করেছে মুম্বই। তাতে লেখা ‘সিইও অফ ইন্ডিয়া’। অর্থাৎ ভারতীয় দলের চিফ এগজিকিউটিভ অফিসার। অর্থাৎ ভারতীয় দলের স্টিয়ারিংয়ে রোহিতের উপরেই ভরসা করছে তাঁর ফ্র্যাঞ্চাইজি।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে (CWC 2023) মন ভেঙেছে ১৪০ কোটি দেশবাসীর। টানা দশ ম্যাচে যে ফর্ম দেখিয়েছিল ভারত, তাতে ফাইনাল জেতা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ১৯ নভেম্বর দিনটা অভিশপ্ত হয়ে রইল। সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে বেশি ভালো খেলে ট্রফি নিয়ে চলে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষের পর রোহিত বলেন, “জানি আমরা ভালো খেলতে পারিনি। তবে প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না, যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।”

আরও পড়ুন: কোহলিদের অপমান করলেন কে? কড়া জবাব হর্ষ ভোগলের

 

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

ভারত বিশ্বকাপে যা পারফরম্যান্স দিয়েছে তাতে সারা ভারত গর্বিত হতে পারে। ফাইনালের দিন যা হয়েছে তা স্রেফ দৈব দুর্বিপাক ছাড়া কিছু নয়। রোহিত নিজে অসাধারণ খেলেছেন টুর্নামেন্ট জুড়ে। দুঃখের দিনে তাঁর পাশে আছে তাঁর ফ্র্যাঞ্চাইজি।

প্রসঙ্গত, বিসিসিআই (BCCI) সূত্রে খবর, দেশের হয়ে আর টি২০ ক্রিকেট নাও খেলতে পারেন রোহিত। ভারতের টেস্ট এবং ওডিআই অধিনায়ক শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছিলেন ২০২৩ টি২০ বিশ্বকাপে। তারপর থেকে এই ফর্ম্যাটে বেশিরভাগ নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ৩৬ বছর বয়সি রোহিত দেশের হয়ে ১৪৮টি টি২০ ম্যাচ খেলেছেন। প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ৩৮৫৩ রান করেছেন, তার মধ্যে আছে চারটি শতরান।

RELATED ARTICLES

Most Popular