HomeScrollএক ছক্কায় ছ’টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ! রাজস্থানের অনবদ্য উদ্যোগ
Rajasthan Royals

এক ছক্কায় ছ’টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ! রাজস্থানের অনবদ্য উদ্যোগ

নারীকল্যাণে অনবদ্য পদক্ষেপ নিয়েছিল তারা

Follow Us :

জয়পুর: চার ম্যাচের চারটিতেই জিতে আইপিএল টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সমাজসেবাতেও অগ্রণী ভূমিকা নিল এই ফ্র্যাঞ্চাইজি। গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচে নারীকল্যাণে অনবদ্য পদক্ষেপ নিয়েছিল তারা। ‘পিঙ্ক প্রমিস’ নামের কর্মসূচির মাধ্যমে ওই ম্যাচে প্রতিটি ছয়ে রাজস্থানের ছ’টি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু সঞ্জু স্যামসনের দল নয়, বিরাট কোহলিদের (Virat Kohli) মারা ছয়েও তাই করা হয়েছে।

আরও পড়ুন: ধুন্ধুমার চ্যাম্পিয়ন্স লিগ, দুই ম্যাচে হল ১০ গোল

গত শনিবার ম্যাচের আগে গোলাপি রংয়ের নতুন জার্সি প্রকাশ্যে আনেন সঞ্জুরা (Sanju Samson)। এও পিঙ্ক প্রমিস (Pink Promise) কর্মসূচির মধ্যেই ছিল। ওই ম্যাচের যত টিকিট বিক্রি বিক্রি হয়েছে তার প্রত্যেকটির জন্য ১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজস্থান দল। এই টাকা জমা পড়েছে রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন (RRF) তহবিলে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠা হয়েছিল রাজস্থান রয়্যালস ফাউন্ডেশনের। এই সংগঠনের স্লোগান ছিল ‘অউরত হ্যায় তো ভারত হ্যায়’ অর্থাৎ নারীরা আছে তো ভারত আছে। সমাজে সবক্ষেত্রে নারীদের পুরুষদের সমান মর্যাদা এবং সুযোগ সুবিধা দিতে রাজস্থানে জন্মলগ্ন থেকে কাজ করছে এই সংগঠন।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular