Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদুই মেয়েকে লোকসভায় প্রার্থী করলেন লালুপ্রসাদ যাদব
Laluprasad Yadav

দুই মেয়েকে লোকসভায় প্রার্থী করলেন লালুপ্রসাদ যাদব

একের পর এক বাহুবলী নেতাকে প্রার্থী করল আরজেডি

Follow Us :

নয়াদিল্লি: বিহারের (Bihar) রাজনীতিতে লালুর (Laluprasad Yadav) পরিবারতন্ত্র জারি। নিজের দুই কন্যাকে লোকসভা ভোটে (Loksabha Vote) প্রার্থী করলেন বর্ষীয়ান রাজনীতিক লালুপ্রসাদ যাদব। অসুস্থ লালুপ্রসাদকে কিডনি দিয়ে প্রাণে বাঁচিয়েছিলেন রোহিণী। লালুর আরেক কন্যা মিসা ভারতীও তাঁর পুরনো কেন্দ্র থেকে পাটলিপুত্রে প্রার্থী। এবার তিনি লোকসভা ভোটে প্রার্থী। বিহারে ২২টি আসনে প্রার্থী ঘোষণা করল আরজেডি। প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য নাম বাহুবলী নেতা বিজয়কুমার শুক্লের (মুন্না)। আইএএস অফিসার জি কৃষ্ণাইয়া খুনে অভিযুক্ত মুন্নাকে হ্যারিকেন চিহ্নে বৈশালীতে প্রার্থী করেছেন লালুপ্রসাদ। আরেক বাহুবলী নেতা অবধেশ মণ্ডলের স্ত্রী বিমা ভারতীকে পূর্ণিয়ায় প্রার্থী করা হয়েছে।

বিহারের বাহুবলী নেতা অশোক মাহাত সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন। তাঁর স্ত্রী অনিতা কুমারীকে মুঙ্গের থেকে প্রার্থী করেছে আরজেডি। ২২ জন প্রার্থীর মধ্যে আট জনই যাদব জনগোষ্ঠীর। এছাড়া ওবিসি কুশওয়াহা তিন ও ধানুক একজন। অতি অনগ্রসর ও মুসলিম প্রার্থীর সংখ্যা দুই। তফসিলি জাতির তিন ও এক বৈশ্য প্রার্থী রয়েছে।

আরও পড়ুন: এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

জোট অনুযায়ী, বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে আরজেডি ২৬, কংগ্রেস ৯টি, সিপিআইএমএল (লিবারেশন) ৩টি, সিপিএম ১টি ও সিপিআই একটি আসনে লড়ছে। বিজেপি, এলজেপি, জেডিইউয়ের জোট ২০১৯ সালের লোকসভায় বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে ৩৯টিতে জিতেছিল।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular