ধরমশালা: দু’দিন পরেই (বৃহস্পতিবার) ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্ট (5th Test) শুরু। ধরমশালায় (Dharamshala) সিরিজের শেষ ম্যাচে খেলতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দুই দল। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ছিলেন না, অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) তিনদিন ব্যাপী প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার একটি প্রাইভেট হেলিকপ্টারে চেপে ধরমশালায় পৌঁছলেন তিনি। হেলিকপ্টার থেকে নেমে রোহিতের গাড়িতে ওঠার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গুজরাতের জামনগরে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলের প্রাক-বিবাহতে স্ত্রী রীতিকা সজদেহকে নিয়ে গিয়েছিলেন হিটম্যান। দুনিয়ার যত সেলিব্রিটি ব্যক্তিত্ব, অভিনয় থেকে ক্রীড়া হয়ে ব্যবসা, সবাই আমন্ত্রিত হয়েছিলেন আম্বানির-পুত্রের অনুষ্ঠানে। বিল গেটস, মার্ক জুকারবার্গ, রিহানা, শাহরুখ-সলমন-আমির, শচীন তেন্ডুলকর, নাম বলে শেষ করা যাবে না। সেই অনুষ্ঠান থেকে সোজা দলের সঙ্গে যোগ দিলেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: ধরমশালায় ভারতের রেকর্ড কেমন, জেনে নিন
Captain Rohit Sharma reached Dharamsala in a helicopter ?pic.twitter.com/GPlLYF6m9p
— Johns. (@CricCrazyJohns) March 5, 2024
প্রসঙ্গত, কিছুদিন আগে হেলিকপ্টারের চেপে একেবার মাঠে প্রবেশ করেছিলেন প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার-এর হয়ে খেলছেন তিনি। ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে সোজা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হেলিকপ্টার নিয়ে ঢোকেন তিনি।
ভারত আগেই সিরিজ পকেটে পুরে ফেললেও ধরমশালা টেস্ট নিয়ে আগ্রহের শেষ নেই। ধরমশালার আবহাওয়ায় অনেকটা নিজেদের দেশের মতো অনুভব করবেন বেন স্টোকসরা (Ben Stokes)। তীব্র ঠান্ডায় একটু হলেও বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন ভারতীয় স্পিনাররা। সিরিজ ৩-২ করতে পারলে অনেকটাই সম্মান নিয়ে দেশে ফিরবে সফরকারী দল। তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে সব ম্যাচেই এখন জেতাই লক্ষ্য ভারতের।
আরও পড়ুন: