Placeholder canvas

Placeholder canvas
HomeScrollডিপ ফেক ভিডিওর শিকার এবার বিরাট কোহলি!
Virat Kohli

ডিপ ফেক ভিডিওর শিকার এবার বিরাট কোহলি!

এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সঞ্চালিকাকেও জড়ানো হয়েছে

Follow Us :

কলকাতা: কাজল (Kajol), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), রশ্মিকা মন্দানা সহ একাধিক বলিউড তারকা ডিপ ফেক ভিডিওর শিকার হয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়লে ভারতীয় ক্রিকেট তারকার। হ্যাঁ, ডিপ ফেক প্রযুক্তির শিকার হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এক অনলাইন জুয়ারি সংস্থার বিজ্ঞাপনে দেখা গেল তাঁকে, যাতে আদৌ অংশ নেননি তিনি।

ভাইরাল হওয়া ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে, কোহলি সাধারণ মানুষকে একটি বিশেষ সার্ভিস ব্যবহার করে সহজে পয়সা আয়ের পরামর্শ দিচ্ছেন। অথচ এমন কোনও বেটিং অ্যাপের বিজ্ঞাপন করেননি তিনি। আবারও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নকল ভিডিও বানানো হয়েছে।

আরও পড়ুন: আর ঝুঁকি নিচ্ছেন না আগরওয়াল, জলের বোতল নিয়েই বিমানে

এখানেই শেষ নয়, বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতে এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সঞ্চালিকাকেও জড়ানো হয়েছে। তিনিও ডিপ ফেকের শিকার। ব্যাপারটা এমনভাবে সাজানো হয়েছে যেন, কোহলির বেটিং অ্যাপের বিজ্ঞাপনের খবর পড়ে শোনাচ্ছেন ওই সঞ্চালিকা।

 

প্রসঙ্গত, এই ধরনের প্রযুক্তিগত জালিয়াতির শিকার এর আগেও হয়েছেন কোহলি। শুধু তিনি নন, ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরও (Sachin Tendulkar) রেহাই পাননি। তাঁকেও দেখানো হয়েছিল একটি গেমিং অ্যাপের বিজ্ঞাপনে যা তিনি আদৌ করেননি।

এ নিয়ে দ্রুত প্রতিক্রিয়া দিয়ে শচীন বলেন, “ভিডিওটি ভুয়ো। প্রযুক্তির যথেচ্ছ অপব্যবহার দেখে বিব্রত বোধ করছি। এই ধরনের ভিডিও, অ্যাপ, বিজ্ঞাপন রিপোর্ট করতে সবাইকে অনুরোধ করছি। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মদের সতর্ক হতে হবে এবং অভিযোগে সাড়া দিতে হবে। ভুয়ো তথ্য এবং ডিপ ফেক ছড়িয়ে পড়া আটকাতে তাদের তরফে দ্রুত প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ।”

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular