Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবিরাটের অনুপস্থিতি, বাজবল নিয়ে কী বললেন দ্রাবিড়

বিরাটের অনুপস্থিতি, বাজবল নিয়ে কী বললেন দ্রাবিড়

Follow Us :

হায়দরাবাদ: মাঝখানে একটা গোটা দিন, তার পরেই শুরু বহু প্রতীক্ষিত ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ (Test Series)। পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে জোর ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির, কারণ ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারছেন না বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর জায়গায় পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই (BCCI)। দলে স্কোয়াডে যাঁরা আছেন তাঁদেরই ব্যাটিং অর্ডার পরিবর্তন করে খেলানো হতে পারে।

কোহলির অনুপস্থিতি নিয়ে মঙ্গলবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি বলেন, “আমি মনে করি যে কোনও দলই বিরাটের মতো কোয়ালিটি খেলোয়াড়ের অভাব বোধ করবে। এতে কোনও সন্দেহ নেই। ও দুর্দান্ত খেলোয়াড়, রেকর্ড ওর হয়ে কথা বলে। মাঠে ওর উপস্থিতি দলে বিরাট শক্তি জোগায়। তবে একথা বললেও আমি মনে করি বিরাটের অনুপস্থিতি অন্য কারও এগিয়ে এসে পারফর্ম করে দেখানোর সুযোগ।”

আরও পড়ুন: রাহুল এই সিরিজে উইকেটকিপার নয়, জানালেন দ্রাবিড়

বেন স্টোকস (Ben Stokes) এবং ব্রেন্ডন ম্যাককালামের (Brendon McCullum) অধীনে অতি-আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ইংল্যান্ড যার পোশাকি নাম হয়ে দাঁড়িয়েছে ‘বাজবল’ (Bazball)। নিজের কেরিয়ারে যে ঘরানার ব্যাটিং করতেন দ্রাবিড়, তার ঠিক উল্টো দর্শনে ব্যাট করছেন ইংলিশ ব্যাটাররা। কিন্তু বাজবলকে মোটেই অপছন্দ করছেন না ‘দ্য ওয়াল’। তিনি বলেন, “ওদের খেলা দেখতে বেশ উপভোগ্য লাগছে এবং এতে ওরা সাফল্যও পাচ্ছে। তাহলে ওরা কেন ওরকম খেলবে না? তবে আমরা জানি, এখানকার পরিবেশে ওরা চ্যালেঞ্জের মুখে পড়বে। এইসব পরিবেশ আমরা খুব ভালো করে চিনি। আমাদের আক্রমণে প্রচুর অভিজ্ঞতাও রয়েছে।”

দেখুন অন্য খবর: 

 

RELATED ARTICLES

Most Popular