Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরাহুল এই সিরিজে উইকেটকিপার নয়, জানালেন দ্রাবিড়

রাহুল এই সিরিজে উইকেটকিপার নয়, জানালেন দ্রাবিড়

Follow Us :

হায়দরাবাদ: বিশ্বকাপে (CWC 2023) ভারতের হয়ে উইকেটকিপিং করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনিই দস্তানা হাতে দাঁড়িয়েছিলেন। বৃহস্পতিবার শুরু ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজ। এই সিরিজে স্কোয়াডে তিনজন উইকেটকিপার রাখা হয়েছিল। রাহুল ছাড়াও আছেন কে এস ভরত (KS Bharat) এবং তরুণ ধ্রুব জুরেল। মঙ্গলবার টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) স্পষ্ট জানিয়ে দিলেন, এই সিরিজে কে এল রাহুল উইকেটকিপার হিসেবে খেলছেন না।

আরও পড়ুন: তিন ম্যাচেই হার, তবু এশিয়ান কাপ থেকে খালি হাতে ফিরছে না ভারত

‘দ্য ওয়াল’ এদিন বলেন, “এই সিরিজে রাহুল উইকেটকিপার হিসেবে খেলবে না। আমার মনে হয় আমাদের নির্বাচনেই সেটা স্পষ্ট করা হয়েছিল। কিপিং করা জন্য আমরা অন্য দু’জনকে দলে নিয়েছিলাম।” প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ শুরু করেছেন জুরেল কিন্তু তাঁর অভিজ্ঞতা মাত্র ১৫ ম্যাচের। ফলে আরও একবার ভরতের উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

 

এদিকে ক্রিকেট বিশেষজ্ঞ মহল মনে করছে, বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে তাঁর চার নম্বর স্পটে দেখা যেতে পারে রাহলকে। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট। পরিবর্ত হিসেবে রজত পতিদার, সরফরাজ খান এমনকী চেতেশ্বর পুজারার নামও হাওয়ায় ভেসেছে। কিন্তু পরশু টেস্ট ম্যাচ, এখনও কোনও পরিবর্ত ঘোষণা করেনি বিসিসিআই। তাই মনে করা হচ্ছে, ব্যাটিং অর্ডারে প্রোমোশন ঘটতে পারে রাহুলের। সাধারণত ছয় নম্বরে নামলেও প্রথম দুই ম্যাচে চারে দেখা যেতে পারে তাঁকে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular