Placeholder canvas

Placeholder canvas
Homeদেশআগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের জন্য দরজা খুলছে ভারত

আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের জন্য দরজা খুলছে ভারত

Follow Us :

নয়াদিল্লি: অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ৷ বিদেশিদের পর্যটকদের জন্য দরজা খুলছে ভারত৷ আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশি পর্যটকদের ভারতে প্রবেশের অনুমতি দিল ভারত সরকার ৷ তার আগে ১৫ অক্টোবর থেকেই পর্যটন ভিসার অনুমোদন দেওয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বিদেশি পর্যটকদের ভারতে প্রবেশের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একাধিক রাজ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, পর্যটনমন্ত্রক, অসামরিক বিমান পরিবহনমন্ত্রক ও বিদেশমন্ত্রকের মতামত গ্রহণ করা হয়েছে ৷ তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার জানায় স্বরাষ্ট্রমন্ত্রক৷

তবে ভারতে এলে সমস্ত বিদেশী পর্যটকদের মেনে চলতে হবে করোনা বিধিনিষেধ৷ বিমানবন্দরে খতিয়ে দেখা হবে বিদেশি পর্যটকদের করোনা ভ্যাকসিন সংক্রান্ত কাগজপত্র৷ তবে কোয়ারেন্টিনে থাকার বিষয়টিকে এই মুহুর্তে প্রাধান্য দিচ্ছে না কেন্দ্র ৷

যদিও কোয়ারেন্টিনের প্রশ্নে বিগত কয়েকদিন থেকেই ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক তরজায় জড়ায় ভারত ৷ ভারতের সিরাম ইন্সস্টিউটের নির্মিত কোভিশিল্ডকে মান্যতা দিতে নারাজ ছিল বরিস জনসন প্রশাসন৷ সেইকারণে ভারত থেকে ব্রিটেনে যাওয়া সমস্ত নাগরিকদের দশ দিনের কোয়ারেন্টিনে থাকার বাধ্যতামূলক বলে জানায় ব্রিটিশ প্রশাসন ৷ আর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভারত৷ শুরু হয় নয়াদিল্লি-লন্ডনের মধ্যে কূটনৈতিক তরজা৷ ব্রিটিশ সরকারের ইটের বদলে পাটকেল ছোড়ে ভারতও৷ ভারতে আসা সমস্ত ব্রিটিশ নাগরিকদের ওপর সেই দশদিনের কোয়ারেন্টিনের নির্দেশ জারি করে কেন্দ্র৷

এই সমস্ত কিছুর মধ্যে এবার বিদেশি পর্যটকদের জন্য দরজা খোলার সিদ্ধান্ত নিল মোদি সরকার ৷ দীর্ঘ করোনা পরিস্থিতির জেরে অনেকটাই লোকসানের মুখে দেশের পর্যটন শিল্প ৷ তাই পর্যটন শিল্পের মাধ্যমে অর্থনীতিকে অক্সিজেন জোগাতেই এই সিদ্ধান্ত বলেই মনে করছে ওয়াকিবহালমহল ৷

 

 

RELATED ARTICLES

Most Popular