Placeholder canvas

Placeholder canvas
HomeদেশKiren Riniju: শীর্ষ আদালতের সময় নষ্ট, বিবিসির বিতর্কিত তথ্যচিত্রে মামলা দায়ের প্রসঙ্গে...

Kiren Riniju: শীর্ষ আদালতের সময় নষ্ট, বিবিসির বিতর্কিত তথ্যচিত্রে মামলা দায়ের প্রসঙ্গে মত আইনমন্ত্রীর

Follow Us :

নয়াদিল্লি: সম্প্রতি বিবিসি (BBC) তরফে প্রকাশিত বিতর্কিত তথ্যচিত্রকে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ( Supreme Court) দ্বারস্থ হয়েছে তৃণমূল (TMC)। সাংসদ মহুয়া মৈত্র সহ অন্যান্যরা। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) মন্তব্য, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সময় নষ্ট করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট বিবিসির বিতর্কিত তথ্যচিত্র সংক্রান্ত মামলা শুনতে সম্মত হয়। এরপরই টুইটে সরব হন আইনমন্ত্রী। টুইটে তিনি লেখেন, বিবিসির বিতর্কিত তথ্যচিত্র সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু মামলা হয়েছে। সেগুলি সুপ্রিম কোর্টের সময় নষ্ট ছাড়া আর কিছুই না। এর ফলে হাজার হাজার নাগরিক ন্যায় বিচারের জন্য আদালতের তারিখ আরও পিছিয়ে যাচ্ছে।

এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ সাংবাদিক এন রাম এবং আইনজীবী প্রশান্ত ভূষণের পক্ষে উপস্থিত আইনজীবী এম এল শর্মা এবং সিনিয়র অ্যাডভোকেট সি ইউ সিং-এর জমা দেওয়া পৃথক পিআইএলগুলির জরুরি তালিকা চেয়ে পাঠিয়েছে।

RELATED ARTICLES

Most Popular