Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPM Gati shakti: তিন বছরে একশো কার্গো টার্মিনাল, ঘোষণা নির্মলার

PM Gati shakti: তিন বছরে একশো কার্গো টার্মিনাল, ঘোষণা নির্মলার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  এবারের বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman Union Budget 2022)৷ ‘পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান’ (PM Gati Shakti)-এর অধীনে দেশে  আগামী তিন বছরে তৈরি করা হবে ১০০টি কার্গো টার্মিনাল (100 PM Gati Shakti cargo terminals)।

গত বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গতিশক্তি প্রকল্পের সূচনা করেন। এর মূল উদ্দেশ্য হল, সারা দেশে যাত্রী থেকে শুরু করে পণ্য পরিবহণের ক্ষেত্রে উন্নত ব্যবস্থা করা। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য ও যাত্রী পরিবহণে যাতে কম সময় লাগে, তাও এর লক্ষ্য ছিল। এই কারণে ১৬টি কেন্দ্রীয় মন্ত্রককে একযোগে কাজ করার কথা বলা হয়েছিল। এই ১৬টি মন্ত্রককে যৌথ ভাবে একটি সুসংহত পরিবহণ প্রকল্প গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে সড়ক এবং রেল পরিবহণের প্রধান ভূমিকা রয়েছে।

মঙ্গলবার বাজেট ভাষণে নির্মলা জানান,  রেল, সড়ক, বিমানবন্দর, সমুদ্রবন্দর, জলপথ পরিবহণ, গণপরিবহণ এবং লজিস্টিক পরিকাঠামো, এই সাত শক্তির মিলিত ইঞ্জিন দেশকে অগ্রগতির পথে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী এটাই চেয়েছিলেন। সেই লক্ষ্যের দিকে তাকিয়েই আগামী তিন বছরের মধ্যে দেশে ১০০টি কার্গো টার্মিনাল তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবী, এই টার্মিনালগুলি চালু হয়ে গেলে দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

আরও পড়ুন- PM Gati shakti: তিন বছরে ৪০০ বন্দে ভারত ট্রেন, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

৭৫-তম স্বাধীনতা দিবসে ‘পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান’-এর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের বাজেটে সেই প্রকল্পের রূপরেখা ঘোষণা করেন নির্মলা। নতুন বাজেটে তিনি জানান, শুধুমাত্র ১০০টি পিএম গতি শক্তি কার্গো টার্মিনালই নয়,  ৪০০ নতুন প্রযুক্তির ‘বন্দে ভারত’ ট্রেনও চালু হতে চলেছে আগামী তিন বছরে। এছাড়াও ২০২৩ আর্থিক বছরে ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক প্রসারিত করা হবে। পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।

 

 

 

RELATED ARTICLES

Most Popular