Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনOscar Priyanka RRR Joyland: 'অস্কার' মনোনয়ন ভোটপর্বে সঞ্চালক প্রিয়াঙ্কা কি জানালেন!

Oscar Priyanka RRR Joyland: ‘অস্কার’ মনোনয়ন ভোটপর্বে সঞ্চালক প্রিয়াঙ্কা কি জানালেন!

Follow Us :

 লস এঞ্জেলেসে: পাকিস্তানের (Pakistan) ছবি ‘জয়ল্যান্ড’ (Joyland) ৯৫ তম অস্কারের (Oscar) ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ (International Feature Film Section) শাখায় মনোনীত হয়েছে। চূড়ান্ত পুরস্কারের জন্য লড়বে পাকিস্তানের এই বিতর্কিত ছবি। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) টুইটার এবং ইনস্টাগ্রামে এই ছবির প্রশংসা করেছেন। তারকাদের মুগ্ধ করেছে পাকিস্তানের এই ছবি ‘জয়ল্যান্ড’। পরিচালক সাইম সাদিকের এটি প্রথম ছবি। ছবিটির একটি ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘জয়ল্যান্ড’ দেখাটা সত্যিই আনন্দের। পুরো টিমকে কুর্নিশ জানিয়েছেন ভারতের অভিনেত্রী।
অস্কার মনোনয়নের ভোট পর্বের কাজ চলছে এই মুহূর্তে। ভারত থেকে এস এস রাজামৌলি (S S Rajamouli) পরিচালিত ছবি ‘আরআরআর’-ও (RRR) দেখানো হয়েছে স্ক্রিনিং এ। সেই অনুষ্ঠানেরই সঞ্চালক ছিলেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া (Global Icon Priyanka)।
বিতর্কিত ছবি ‘জয়লান্ড’ যেমন চূড়ান্ত পুরস্কারের জন্য লড়বে তেমনি ‘গোল্ডেন গ্লোব'(Golden Globe), ‘ক্রিটিক্স চয়েস’ (Critics Choice) অ্যাওয়ার্ডের পর এবার অস্কারের লড়াইতেও রয়েছে ভারতের ছবি ‘আরআরআর’। ভারতীয় এই ছবিকে অস্কারের এই পর্যায়ে দেখে প্রিয়াঙ্কা যথেষ্ট গর্বিত। ভোটপর্বের শেষে প্রিয়াঙ্কা জানিয়েছেন,’ভারতের ছবির এই অনবদ্য সফরে আমি যেটুকু সংযোগ করতে পারি করার চেষ্টা করলাম। রইল অনেক শুভেচ্ছা’।
প্রসঙ্গত, ২০২২ এ আর আর মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। একের পর এক আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে এই দক্ষিণ ভারতীয় ছবি। ভারতসহ আন্তর্জাতিক ক্ষেত্রেও বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছে এই ছবি। শুধু দেশ নয়, এখন বিদেশের মাটিতেও এই ছবি নিয়ে চলছে চর্চা। আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছে রামচরণ- জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। ‘গোল্ডেন গ্লোব’ এ ‘নাটু নাটু’গানটি (Natu Natu song) পুরস্কৃত হওয়ার পর ‘ক্রিটিক্স চয়েজ’ অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার পেয়েছে এটি। পাশাপাশি সম্মানিত হয়েছে ‘নাটু নাটু’ গানটিও।পাশাপাশি সম্মানিত হয় ‘নাটু নাটু’ গান আরও একবার। এই গানের নির্মাণ নিয়ে একাধিক খবর সামনে এসেছিল ২০২২-এই। যেখানে পরতে-পরতে শোনা গিয়েছিল ঠিক কতটা কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছে এক একটি শট। প্রতিটা ফ্রেমকে খুঁটিয়ে-খুঁটিয়ে দেখে তবেই তা গ্রহণ করেছিলেন পরিচালক। একইভাবে নিজের ১০০ শতাংশ উজার করে দিয়েছিলেন গানের কোরিওগ্রাফার প্রেম রক্ষিত।

RELATED ARTICLES

Most Popular