Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরপাচারের আগে ১৪টি উট উদ্ধার দক্ষিণ দিনাজপুরে

পাচারের আগে ১৪টি উট উদ্ধার দক্ষিণ দিনাজপুরে

Follow Us :

বালুরঘাট: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৪টি উট উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ৷ শুক্রবার গভীর রাতে গঙ্গারামপুর ব্লক থেকে উট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, সম্ভবত পাচারের উদ্দেশেই উটগুলিকে নিয়ে আসা হয়েছিল৷ বিহারে উটের মাংসের চাহিদা রয়েছে৷ হয়তো সেই কারণে রাজস্থান থেকে উটগুলিকে নিয়ে আসা হয়েছিল৷ তবে এই ঘটনায় কেউ ধরা পড়েনি৷

আরও পড়ুন:মায়ানমার হয়ে মণিপুরে ঢুকে অসম রাইফেলসের অফিসারের গাড়িতে হামলা জঙ্গিদের

শুক্রবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে গঙ্গারামপুর এবং তপন থানার পুলিশ৷ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন দুপ শেরপা জানিয়েছেন, অভিযানে ১৪টি উট উদ্ধার হয়েছে৷ উটগুলি কোথা থেকে এবং কীভাবে এল সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ কাউকে গ্রেফতার করা হয়নি৷ প্রয়োজনে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর৷

Police-Supar
দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার৷ শনিবার৷ নিজস্ব চিত্র৷
RELATED ARTICLES

Most Popular