Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরকরোনার ভয় ভুলে আজ থেকে পাহাড়ে চাকা ঘুরছে টয় ট্রেনের

করোনার ভয় ভুলে আজ থেকে পাহাড়ে চাকা ঘুরছে টয় ট্রেনের

Follow Us :

জলপাইগুড়ি: দার্জিলিং এর অন্যতম আকর্ষণ টয় ট্রেন। করোনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবা। সোমবার থেকে ফের খুলে দেওয়া হল বিশেষ এই ট্রেন। এ বার থেকে পর্যটকরা এই ট্রেন চেপেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: কোভিডে মৃত্যু গৃহকর্তার, শোকে আত্মঘাতী মা-মেয়ে

বাঙালির দী-পু-দার মধ্যে অন্যতম পর্যটনস্থান দার্জিলিং। শুধু বাঙালিই নয়, দার্জিলিং ঘুরতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন। দার্জিলিং বলতেই চোখের সামনে ভেসে ওঠে, পাহাড়ের কোল ঘেঁষে, কু ঝিক ঝিক শব্দে ছুটে চলা ট্রেন। যা পরিচিত ট্রয় ট্রেন নামে।

আরও পড়ুন: সুপ্রিমকোর্টের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার ২ জনের

কোভিডের জন্য প্রায় ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, রোজ ছ’টি করে ট্রেন দার্জিলিং থেকে ঘুম হয়ে আবার দার্জিলিং-এ ফিরে আসবে। তিনটি স্টিম ইঞ্জিনে ও তিনটি ডিজেল ইঞ্জিনের মাধ্যমে চলবে এই ট্রেন।

আরও পড়ুন: বালুরঘাটে শুরু দুয়ারে সরকার প্রকল্প, বৃষ্টি উপেক্ষা করেই লাইন দিচ্ছেন সাধারণ মানুষ

কোভিডের কারণে বন্ধ হয়ে থাকা টয় ট্রেন তার ওয়ার্ল্ড হেরিটেজ তকমা ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে দেখা গিয়েছিল সংশয়। অবশেষে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পর্যটকদের জন্য পৃথিবী বিখ্যাত এই টয় ট্রেন পরিষেবা আবার চালু করলো। তবে মানতে হবে কোভিড বিধি। রেল দফতর জানিয়েছে, প্রত্যেক যাত্রীরা মুখে মাস্ক পড়ে, হাত স্যানিটাইজ করে তবেই ট্রেনে উঠতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular