Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsRussian Ukraine Conflict: পুতিন বাহিনীর হামলাকে 'রাশিয়ান টেরর' বলল  ইউক্রেন, অপহৃত আরও...

Russian Ukraine Conflict: পুতিন বাহিনীর হামলাকে ‘রাশিয়ান টেরর’ বলল  ইউক্রেন, অপহৃত আরও এক মেয়র

Follow Us :

কিভ: সংঘাতের আবহে রুশ সেনার বিরুদ্ধে আরও এক মেয়রকে অপহরণের অভিযোগ তুলল  ইউক্রেন প্রশাসন। অভিযোগ, রবিবার দিনিপ্রোরুদনে শহরের মেয়র ইয়েভজেনি মাতভেয়েভকে অপহরণ করা হয়েছে। ইউক্রেনের দাবি যদি সত্যি হয়, এ নিয়ে দ্বিতীয় মেয়র অপহৃত হলেন।

এই ঘটনার ২৪ ঘণ্টা আগেই ইউক্রেন দাবি করেছিল, মেলিটোপোলের মেয়রকে রুশ সেনা অপহরণ করে নিয়ে গিয়েছে। ইউক্রেনের দক্ষিণপূর্বের মেলিটোপোল শহরটির ইতিমধ্যে দখল নিয়েছে পুতিন বাহিনী।

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার এক টুইটবার্তায় জানিয়েছেন, আজ রাশিয়ার যুদ্ধ অপরাধীরা আর এক ইউক্রেনীয় মেয়রকে অপহরণ করে নিয়ে গিয়েছে। অপহৃত দিনিপ্রোরুদনে শহরের মেয়র ইয়েভজেনি মাতভেয়েভ। দিমিত্রর বক্তব্য, ইউক্রেনের সাধারণ মানুষের সমর্থন আদায় করতে পারেনি রাশিয়া। যে কারণে  সন্ত্রাসের আবহ তৈরি করছে। ইউক্রেন ও তার গণতন্ত্রের উপর ‘রাশিয়ান টেরর’ বন্ধ করতে  আন্তর্জাতিক বিশ্বের সমর্থন চান দিমিত্র।

আরও পড়ুন-Kolkata Metro: মেট্রো স্টেশনেই মিলবে চা-কফি, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নতুন উদ্যোগ

রবিবার পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। সূত্র মারফত জানা গিয়েছে,  এই সামরিক ঘাঁটিতে নেটো-র সঙ্গে সেনা প্রশিক্ষণ চলত। ইউক্রেনের দাবি, লিভিভ থেকে ৩০ কিলোমিটার দূরের এই সেনাঘাঁটিতে রাশিয়ার তরফে ৩০টির উপর ক্রুজ মিসাইল হামলা চালানো হয়েছে। কমপক্ষে ৯জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৫৭। হাতাহতের বিশদ এখনও জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular