হুগলি: ফের বড়সড় দুর্ঘটনা (Accident)। যাত্রা সেরে ফেরার পথে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রাদলের গাড়ি। ঘটনায় গুরুতর আহত (Injured) ১২ জন শিল্পী। আহতদের উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে (Hospital) পাঠানো হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার চিৎপুরের “নিউ দেবাঞ্জলি অপেরা” যাত্রা দলের সদস্যরা বর্ধমানের খণ্ডঘোষে যাত্রা করতে গিয়েছিলেন। শিল্পী, মেক আপ ম্যান,আলোক সজ্জ্বার কর্মী, মিউজিশিয়ান সহ মোট ১৯ জন ছিলেন বাসে। যাত্রা শেষে এদিন সকালে বাসটি জাতীয় সড়ক ধরে ফিরছিল। আজ নামখানা এলাকায় যাত্রাদলের পালা আছে। এদিন বাসটি সিঙ্গুরের খাসেরভেড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। কয়েকজন কলাকুশলীরা নেমে প্রাতঃরাশ ছাড়তে গিয়েছিলেন। বেশ কয়েকজন আবার বাসের মধ্যেও ছিলেন।
আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে মামলাদায়েরের অনুমতি আদালতের
বাসে থাকা শিল্পীদের দাবি, আচমকাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে এস সজোরে ধাক্কা মারে। বাসটি রাস্তার ধারে গার্ড রেলিং ভেঙে পাশের জঙ্গলে ঢুকে যায়। দুমড়ে-মুচড়ে যায় বাসের পিছনের অংশটি। ঘটনায় গুরুতর আহত হন ১২জন। নিচে থাকা কলা কুশলীরা ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঙুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে পুলিশ।
দেখুন আরও অন্য খবর: