Placeholder canvas
HomeScrollপুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ১

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ১

অভিযোগকারীর বাড়ি পুড়িয়ে ফেলার চেষ্টা

নদিয়া: পুলিশের উচ্চ পদস্থ অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার (Cheated Job) অভিযোগ। দীর্ঘদিন চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া ও কাজ না পেয়ে টাকা ফেরত চাওয়ায় অভিযোগকারীর বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে উঠেছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ।

সূত্রের খবর, শান্তিপুর (Santipur,Nadia) এলাকার বাসিন্দা এক ব্যক্তি পুলিশের চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলছিল। অভিযোগ, টাকা দেওয়ার পরও চাকরি না মেলায় সন্দেহ হওয়ায় স্থানীয়দের। সোমবার ওই প্রতারকের কাছে পাওনা টাকা ফেরত চায় প্রতারিতরা। অভিযোগ, টাকা চাইলে প্রতারক ওই ব্যক্তি প্রথমে হুমকি ও পরে প্রতারিতর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। সেই ঘটনায় ওই ভুয়োও পুলিশ কর্মীর বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে প্রতারিতরা।

আরও পড়ুন: এবার শুটআউট ডায়মন্ড হারবারে, জমি বিবাদের জেরে মৃত ১

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই অভিযুক্ত ব্যক্তিকে শান্তিপুর থেকেই গ্রেফতার করে শান্তিপুর থানা। পুলিশ সূত্রে খবর, এর আগেও নিজেকে পুলিশের মিথ্যে পরিচয় দিয়ে একাধিক মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগে ওই প্রতারককে গ্রেফতার করেছিল শান্তিপুর পুলিশ।

আরও অন্য খবর দেখুন

Banarhat | বানারহাটের আংড়াভাসায় অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলার ঘটনায় তল্লাশি

RELATED ARTICLES

Most Popular

Recent Comments