Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যফের হাতির হামলায় মৃত্যু, ধূপগুড়িতে বিক্ষোভ

ফের হাতির হামলায় মৃত্যু, ধূপগুড়িতে বিক্ষোভ

Follow Us :

ধূপগুড়ি: ফের হাতির (Elephant) হামলায় মৃত্যু (Death) হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি (Dhupguri) মহাকুমার অন্তর্গত বানারহাটের আপার কলাবাড়ি বস্তি এলাকায় চার্চ লাইনে। এদিকে, মৃত ব্যক্তির দেহ উদ্ধার করতে গিয়ে হামলার মুখে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। বনকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম কুল বাহাদুর থাপা (৫৪)। মঙ্গলবার সকালে পাশের ডায়না জঙ্গল থেকে একটি দলছুট হাতি বস্তিতে ঢুকে পড়ে। সেই সময় প্রাতঃকৃত্য করতে বাইরে বেরিয়েছিলেন কুল বাহাদুর থাপা নামে ওই ব্যক্তি। তখনই তিনি ওই হাতিটির মুখোমুখি পড়ে যান। পালিয়ে যাওয়ার আগেই হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এদিকে, বারবার লোকালয়ে হাতির হামলায় ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

আরও পড়ুন: পুজোর মুখে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তিনটি চা বাগান‌‌

রবিবারও হাতির হামলায় গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়। তারপর মঙ্গলবার সকালে আবারও হাতির হামলায় ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় আপার কলাবাড়ি বস্তির বাসিন্দা বিক্ষোভ দেখাতে থাকেন। আতঙ্কের পরিবেশ তৈরি হয় জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের দাবি, বনদফতর তাঁর ভূমিকা সঠিকভাবে পালন করে না। লোকালয়ে হাতির ঢুকে পড়া স্বাভাবিক ঘটনা তাঁদের কাছে। কিন্তু বর্তমানে ঘনঘন হাকি গ্রামে ঢুকে পড়ছে। তাতে প্রাণহানির ঘটনাও ঘটছে।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular