Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAbhishek Banerjee | Kurmid| অভিষেকের নবজোয়ারের পথে অবরোধ কুড়মিদের

Abhishek Banerjee | Kurmid| অভিষেকের নবজোয়ারের পথে অবরোধ কুড়মিদের

Follow Us :

ঝাড়গ্রাম:  অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আসার আগে পথ অবরোধে কুড়মিরা (Kurmi Agitation) । শুক্রবার অভিষেকের কনভয় যে যে রাস্তা দিয়ে গিয়েছে সেই সব রাস্তায় বিক্ষোভে দেখায় কুড়মিরা। ঝাড়গ্রাম (Jhargram) ব্লকের গড় শালবনিতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কুড়মিরা। বিক্ষোভের ফলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি গজাসিমুল এর সভায় আটকে পড়ে। বিক্ষোভের জেরে আটকে পড়ে পুলিশও। যার ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেলপাহাড়ির নারায়নপুর  কুড়মি দের জমায়েত সরাতে এলাকয় উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনি।

কুড়মি আন্দোলনের জেরে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত জঙ্গলমহল। কুড়মি আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে যাতে অভিষেকের রাস্তা না আটকা, সে জন্য আগে থেকেই ব্যারিকেড করেছিল পুলিশ। গত মঙ্গলবার বাঁকুড়ায় কুড়মি আন্দোলনকারীদের সঙ্গে বারবার গাড়ি থামিয়ে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলছে। এর আগে বাঁকুড়ায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সিমলাপাল (Simlapal) থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের (Kurmi) বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: Sujan Chakraborty And Prerona Paul | দুর্নীতিতে ভরা এই বাংলা আমার রাজ্য নয় বক্তব্যে অনড় উচ্চমাধ্যমিকের কৃতী 

দিনদুয়েক আগে সিমলাপাল থেকে খাতড়া ঢোকার আগে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের দাবিদাওয়ায় অবিলম্বে সিলমোহর দিতে হবে। গাড়ি দাঁড় করিয়ে সেই অভিযোগ শোনেন অভিষেক। তার আগে আরও একবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিল অভিষেকের গাড়ি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কয়েকদিন আগে দিলীপ ঘোষ কুড়মি আন্দোলনকারীদের কুরুচিকর মন্তব্য করেছিলেন। তারপরে প্রতিবাদে খড়্গপুরে দিলীপ ঘোষ বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কুড়মি আন্দোলনকারীরা। 

RELATED ARTICLES

Most Popular