Placeholder canvas
HomeScroll৫২ ঘণ্টা পর তৃণমূল বিধায়কের রাইসমিল থেকে বেরল আয়কর দফতর

৫২ ঘণ্টা পর তৃণমূল বিধায়কের রাইসমিল থেকে বেরল আয়কর দফতর

বাঁকুড়া: ৫২ ঘন্টা পর বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষের রাইস মিল থেকে বের হলেন আয়কর বিভাগের আধিকারিকরা। তবে এ বিষয়ে কেউ-ই মুখ খুলতে চাননি। শুক্রবার দুপুর ৩টে ৪০ নাগাদ তন্ময়ের রাইস মিল থেকে বের হন আয়কর দফতরের আধিকারিকরা। এই টানা তল্লাশিতে কী পাওয়া গেল, কোন অভিযোগের ভিত্তিতে এই হানা, আয়কর আধিকারিকদের কাছে কী তথ্য এল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সূত্রের খবর, বেশ কিছু তথ্য হাতে পেয়েছে আয়কর আধিকারিকরা। বিধায়ক, তাঁর কর্মী ও হিসাবরক্ষককের কাছ থেকেও মূল্যবান তথ্য জানার কাজ চালিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। বিধায়কের আয়-ব্যায়ের হিসাব, ব্যবসায়িক যাবতীয় লেনদেন খতিয়ে দেখেন আয়কর দফতর। পাশাপাশি রেশন দুর্নীতির কোনও যোগ রয়েছে কিনা, বিধায়কের পারিবারিক চালকল থেকে তা জানতেই কী এই ম্যারাথন অভিযান আয়কর বিভাগের এমন প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: ৪৫ ঘণ্টা পার, তল্লাশি জারি তৃণমূল বিধায়কের রাইসমিলে

বুধবার থেকে টানা তল্লাশি জারি তন্ময়ের রাইস মিলে। বৃহস্পতিবার ১৩ ঘণ্টা ধরে আয়কর বিভাগের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন বিধায়ক তন্ময়। টানা এই তল্লাশি অভিযানে কী তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও জানাননি আয়করের আধিকারিকরা। তবে এবার তন্ময়ের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।

দেখুন আরও অন্য়ান্য খবর: 

Top Exclusive News | এক নজরে দেখে নিন সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...

RELATED ARTICLES

Most Popular

Recent Comments