Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমুমূর্ষু দল এখন সঙ্কটে, কর্মীদের এক হওয়ার বার্তা বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর
Lok Sabha Election 2024

মুমূর্ষু দল এখন সঙ্কটে, কর্মীদের এক হওয়ার বার্তা বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর

লড়াইয়ের আগেই হার স্বীকার, কটাক্ষ বিজেপির

Follow Us :

বাঁকুড়া: দল মুমূর্ষু অবস্থায়, সঙ্কটে রয়েছে দল। প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইবো। তবু ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। দলীয় কর্মীদের বৈঠকে এমনই বার্তা বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছে তৃণমূল পাল্টা কটাক্ষ বিজেপির।

বুধবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের কর্মীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অরূপ বলেন, দল মুমূর্ষু অবস্থায় রয়েছে। এটা একটা কঠিন অবস্থা। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। রাগ অভিমান ছেড়ে দলের জন্য কাজ করুন। প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। তবু ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন। তাঁর এই মন্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। পাল্চা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কটাক্ষ, তৃণমূলের আসল অবস্থাটাই উনি বলে ফেলেছেন। একথা বলার অর্থ, লড়াইয়ের আগেই তিনি হার স্বীকার করে নিচ্ছেন।

আরও পড়ুন: আহত ব্যক্তিকে দেখতে এসে বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের নিজেদের দ্বন্দ্বে ফল খারাপ হয় বাঁকুড়ায়। সেই আগের নির্বাচনের থেকে শিক্ষা নিয়ে দলীয় কর্মীদের রাগ-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন অরূপ। বৈঠকে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ ভাবে দল করতে হবে। যাঁরা তা পারবেন না, তাঁরা দয়া করে দল ছেড়ে চলে যান। দলের এই মুমূর্ষু অবস্থায় আমি দলে বিভাজন হতে দেব না। প্রয়োজনে পায়ে ধরে নেব। এরপরই দলের কর্মীদের প্রতি অরুপ চক্রবর্তীর বার্তা, এখন একটা সঙ্কট। যুদ্ধ শুরু হচ্ছে। এই সময় কে বড়, কে ছোট তা দেখার সময় নয়। মনোমালিন্য, মান-অভিমান দূরে ঠেলে সকলে একসঙ্গে লড়াই করুন।

তাঁর এই বক্তব্যের প্রসঙ্গে অরুপ বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে রাগ-অভিমান করে অনেকেই বিরোধী দলে চলে গিয়েছিলেন। তাঁরা আমাদের সম্পদ। কেউ দোষ করে থাকলে তিনি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু তাঁদের ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হয়েছিল। সেইভাবেই দেশকে বাঁচাতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে হবে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular