Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যহাসনাবাদের বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর
Hasnabad Bomb Blast

হাসনাবাদের বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর

তৃণমূলের বিরুদ্ধে বোমা রেখে যাওয়ার অভিযোগ বিজেপির, তুমুল বিক্ষোভ গ্রামবাসীর

Follow Us :

হাসনাবাদ: বোমা বিস্ফোরণকে (Bomb Blast) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাসনাবাদ (Hasnabad) । ভোটের আগে বসিরহাট লোকসভা কেন্দ্রের (Basirhat Lok Sabha) হাসনাবাদে শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটে। তাতে এক মহিলা জখম হন। ঘটনায় ইতিমধ্যেই বিজেপি নেতার ভাইকে আটক করেছে পুলিশ। 

এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল হাতে গরম ইস্যু পেয়ে ময়দানে নেমে পড়েছে। কুলটিতে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বলেন, আজ হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। এই হল বিজেপি। কলকাতায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এই ঘটনায় কেন এনএসজি আসবে না। বিজেপির দাবি, গোটা ঘটনাই সাজানো। সন্দেশখালির অস্ত্র ভাণ্ডার থেকে নজর ঘোরানোর জন্য তৃণমূল বোমা রেখে দিয়েছিল। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, যাঁদের বাড়িতে ওই ঘটনা ঘটে, তাঁরা বৈষ্ণব। নিরামিশাষী। পুরোটাই চক্রান্ত। 

আরও পড়ুন: ময়নার প্রাক্তন ওসিকে তুলোধনা অভিজিতের

 এদিন গ্রামে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি (BJP) কর্মীরা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। তৃণমূলের (TMC) এক পঞ্চায়েত সদস্য ওই বাড়িতে ঢুকতে গেলে স্থানীয়রা বাধা দেন। তাঁদের অভিযোগ, সিল করা বাড়িতে পরিবারের কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। অথচ বাইরের লোকদের ঢোকাচ্ছে সেখানে। তৃণমূলের দাবি, যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেটা বিজেপির পঞ্চায়েত এলাকা। বিস্ফোরণের ঘটনার পর বাড়িটিকে বিজেপি কর্মীরা ঘিরে রেখেছিল। এমনকি, পুলিশ আসার আগে আরও কিছু অস্ত্র সরিয়ে ফেলা হয়েছে বলেও তৃণমূল দাবি করেছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular