Saturday, July 27, 2024

Homeরাজ্যশেষ নির্বাচনী প্রচার সারলেন প্রার্থীরা
Loksabha Vote 2024

শেষ নির্বাচনী প্রচার সারলেন প্রার্থীরা

শেষ প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সব পক্ষ

Follow Us :

কলকাতা: শেষ দফার ভোটের আগে বৃহস্পতিবার শেষ প্রচার সারলেন প্রার্থীরা (Candidate)। শনিবার লোকসভা নির্বাচন (Loksabha Vote) ২০২৪-এর ভোটের শেষ দিন। তার আগে এদিন ছিল এই দফা ভোটের প্রচারের শেষ দিন। রাজ্যে শেষ প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সব পক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা ও যাদবপুর মিলিয়ে ১২ কিলোমিটার পদযাত্রা করেন। ফলতায় রোডশো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশপ্রিয় পার্কে প্রচার সারেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবার দমদম কেন্দ্রের প্রার্থী। তিনি কৈখালি এলাকায় পদযাত্রা করেন। তাঁর সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।

এদিন যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত হাঁটার সময় মুখ্যমন্ত্রী পাশে ছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। এদিন ফলতায় প্রচার গাড়ির ছাদে ছিলেন অভিষেক। সবুজ আবির ওড়াচ্ছিলেন তৃণমূল কর্মীরা। তা চোখে পড়তে অভিষেক বলেন, সবুজ আবির বাঁচিয়ে রাখুন। ৪ তারিখ গোটা দেশ সবুজময় হবে। এদিকে এদিন সল্টলেকে শুভেন্দু অধিকারীর প্রচারে বিজেপির স্লোগানের পাল্টা দূর থেকে স্লোগান দেয় তৃণমূল। বরানগর বিধানসভার প্রার্থী সজল ঘোষের সমর্থনে সেখানে প্রচার সারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী আজ বেলা পাঁচটার মধ্যে ভোটের প্রচার শেষ হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর এলাকায় স্বপন দাস বাউল সচেতনতা মূলক প্রচার শেষ করলেন।

আরও পড়ুন: ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার

উল্লেখ্য, শনিবার ভোট রয়েছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ডহারবার, দমদম কেন্দ্রে । সব কেন্দ্রের প্রার্থীরাই এদিন জোরদার প্রচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular