বসিরহাট: পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। বসিরহাট লোকসভার সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে আইএসএএফ কর্মীরা রাস্তার পাশে ল্যাম্পপোস্ট ও একাধিক দোকানে পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মোল্লা ও তাঁর দলবল নিয়ে তাঁদের উপর হামলা চালায়। দু’পক্ষের মধ্যে চলে মারধর। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সরবেড়িয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
পাশাপাশি বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতেরই মাদ্রাসা বুথ এলাকায় সিপিএম কর্মী হাকাম মোল্লাকেও পতাকা লাগানোর অপরাধে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতাা শাহজাহান মোল্লার বিরুদ্ধে এই অভিযোদ। জানা গিয়েছে, বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই শাহজাহান মোল্লা তার সাগরেদদের নিয়ে এসে আইএসএফ ও সিপিএমের কর্মী সমর্থকদের দুই পৃথক জায়গায় মারধর করে। সিপিএম কর্মীকে মারধরের ঘটনায় রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সন্দেশখালির প্রতিবাদীরা পা মেলালেন তৃণমূলের মিছিলে