skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যতীব্র জল সঙ্কট, সমস্যায় ডুয়ার্সবাসী!
Dooars Water Problem

তীব্র জল সঙ্কট, সমস্যায় ডুয়ার্সবাসী!

জলের সমস্যায় নাজেহাল অবস্থা প্রায় কয়েক হাজার বাসিন্দার

Follow Us :

ডুয়ার্স: পানীয় জলের তীব্র সঙ্কট চলছে ডুয়ার্সের বন্ধ কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুকিনবারিতে (Dooars Water Problem)। এলাকায় একটি পুরাতন পানীয় জলের পাম্প ছিল কিন্ত যান্ত্রিক ত্রুটির জন্য প্রায় তিন সপ্তাহ বন্ধ পড়ে আছে। জলের জন্য খুবই সমস্যায় পড়েছে এলাকার প্রায় কয়েক হাজার বাসিন্দা। বাসিন্দারা জানিয়েছে, বর্তমানে প্রায় দেড় থেকে দুই কিমি দূরে যেতে হয় পানীয় জল সংগ্ৰহ করতে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি।

অন্যদিকে, বিদ্যুৎ টান্সফরমারও খারাপ হয়ে পড়ে আছে। সেই বিষয়েও বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনও সমস্যার সমাধান হয়নি। ফলে বন্ধ চা বাগানের শ্রমিকদের পানীয় জলের জন্য বর্তমানে খুবই সমস্যা পোহাতে হচ্ছে। এলাকা থেকে দেড় থেকে দুই কিমি দূরে গিয়ে জল সংগ্রহ করার জন্যও লম্বা লাইন হয়ে যায়। জল নিয়ে অনেক সময় বাসিন্দাদের মধ্যে তর্কাতর্কি, মারামারিও শুরু হয়ে যায়। পুরো বিষয় সম্পর্কে কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সাধো লোহার শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছেন কিনা খোঁজ মুখ্যমন্ত্রী মমতার

উল্লেখ্য, রেমালের (Cyclone Remal) প্রভাবে রবিবার রাত থেকেই বানারহাট সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Dooars Rain)। সেই সঙ্গে বইছে শীতল বাতাস। একধাক্কায় তাপমাত্রাও অনেকটাই কমে গিয়েছে উত্তরের জেলায় জেলায়। কয়েকদিনের প্রচন্ড গরমের থেকে কিছুটা স্বস্তি পেল বলেই জানাচ্ছে ডুয়ার্সবাসী।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular