skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যলোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের ২ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
Lok Sabha Election 2024

লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের ২ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

ভগবানগোলা এবং বরানগরে উপনির্বাচন

Follow Us :

কলকাতা: ঘোষণা হয়েছে ২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ। বাংলায় ৭দফায় নির্বাচন। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট চলবে ১ জুন পর্যন্ত। ৪ জুন ভোটের গননা। লোকসভা ভোটের সঙ্গেই বিভিন্ন রাজ্য়ের বিধানসভা উপনির্বাচন হবে, তা জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)জানালেন, লোকসভা ভোটের সময়ে মোট ১৩ টি রাজ্যের ২৬ টি হবে উপনির্বাচন। রাজ্যের দুটি কেন্দ্রেও উপনির্বাচন (West Bengal By Elections) হবে। মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে উপনির্বাচন হবে।

মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মৃত্যুতে হয়েছে কয়েক মাস আগে। ভগবানগোলা কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে। লোকসভা ভোটের তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে, মুর্শিদাবাদে ভোটের দিন হবে উপনির্বাচন। পাশাপাশি অন্যদিকে, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy) পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ওই কেন্দ্রটিও বিধায়কশূন্য। বরাহনগরে ভোট হবে, লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণের দিন ১ জুন।

আরও পড়ুন: রাজ্যে কোন দফায় কোথায় ভোট? দেখে নিন

উপনির্বাচন হবে বিহারের একটি, গুজরাতের পাঁচটি, হরিয়ানার একটি, ঝাড়খণ্ডের একটি, মহারাষ্ট্রের একটি, ত্রিপুরার একটি, উত্তরপ্রদেশের চারটি আসনে। উপনির্বাচন হবে তেলঙ্গানা, রাজস্থান, কর্নাটকের একটি আসন এবং তামিলনাড়ুর দু’টি আসনেও।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular