Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMunicipality Recruitment Scam | পুরনিয়োগ দুর্নীতিতে ফিরহাদের দফতরে চিঠি ইডির

Municipality Recruitment Scam | পুরনিয়োগ দুর্নীতিতে ফিরহাদের দফতরে চিঠি ইডির

Follow Us :

কলকাতা: এবার পুরসভায় দুর্নীতির খোঁজে গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ কীভাবে হয় তা জানতে চেয়ে এই প্রথম দুই দফতরকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত ৮ বছরে কীভাবে নিয়োগ হয়েছে, কারা নিয়োগ প্রক্তিয়া পরিচালনা করেছেন, এসব জানতে চেয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি দিল ইডি। জানা গিয়েছে, ওই দুই দফতর থেকে রিপোর্ট এলে অয়ন শীলের বাড়ি এবং অফিস থেকে প্রাপ্ত তালিকার সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। 

পুরসভার সংশ্লিষ্ট ওই দুই দফতরকে চিঠি দেওয়ায় রাজ্য রাজ্যনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ২০১২ সালের পর থেকে পুরসভায় নিয়োগের দায়িত্বে ছিল এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ২০১৭ সাল থেকে পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে,কোন কোন সংস্থার মাধ্যম সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ওই সব সংস্থাকে কে বা কারা নিয়োগ করেছিল এসবই জানতে চায় ইডি।

আরও পড়ুন: Kalighater Kaku | নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির দফতরে কালীঘাটের কাকু

শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই ইডি তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের খোঁজ পায়।  তার বাড়ি এবং একাধিক অফিসের পূরসভায় নিয়োগ সংক্রান্ত বহু তথ্য পেয়ে অবাক হন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্ত করতে গিয়ে দেখা যায় বিভিন্ন জেলায় অন্তত ৬০ টি পুরসভায় অয়নের বিভিন্ন সংস্থার মাধ্যমে পাঁচ  হাজারেরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে গত কয়েক বছরে। পরে ইডির হাতে গ্রেফতার হন অয়ন। পরে পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকার তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে গিয়ে খালি হাতে ফিরে আসে। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পুরানো নির্দেশই বহাল রাখেন 

এখন শিক্ষার মতো পুরসভার নিয়োগ দুর্নীতিতেও কেন্দ্রীয় সংস্থার তদন্তে আর কোনও আইনি বাঁধা নেই। সেই কারণেই ইডি সিবিআই আবার নতুন উদ্দমে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় হয়েছে। এরই মধ্যে গত কয়েকবছরে কোন পুরসভায় কত নিয়োগ কীভাবে  হয়েছে তা জানতে চেয়েছে ডিরেক্টরেট অফ লোকাল বডিজ বা বিএলবি।  

RELATED ARTICLES

Most Popular