Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনাবালক শিশুকে মাথা থেঁতলে খুন অষ্টম শ্রেণির পড়ুয়ার
Purulia Minor Died

নাবালক শিশুকে মাথা থেঁতলে খুন অষ্টম শ্রেণির পড়ুয়ার

সন্ধ্যার সময় পাশের একটি পুকুর ধার থেকে তাকে উদ্ধার করা হয়

Follow Us :

পুরুলিয়া: আবাসিক স্কুলে নাবালক শিশুকে মাথা থেঁতলে খুনের ঘটনায় আটক অষ্টম শ্রেণির নাবালক কিশোর। ঘটনাটি ঘটেছে ৩০ জানুয়ারি পুরুলিয়ার মানবাজার থানার জবলা এলাকার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা বেলায় স্কুলের মাঠে খেলা করার পরেই সুদীপ মাত নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যার সময় পাশের একটি পুকুর ধার থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর নাম সুদীপ মাহাত। প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। এই ঘটনায় গতকাল অর্থাৎ সোমবার মানবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার হয় অষ্টম শ্রেণির ছাত্র ওই বিদ্যালয়েরই এক পড়ুয়া।

আরও পড়ুন: শুরু প্রাথমিক ২০১৭ এর শিক্ষক নিয়োগের কাউন্সেলিং

গতকাল প্রথমে তাকে পুরুলিয়ার শিমুলিয়া আনন্দমঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয়। পরে সেখান থেকে হুগলির কল্যাণ ভারতী হোমে পাঠানো হয়। হোস্টেলের বন্দীদশা থেকে মুক্তি পেতে এই খুনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই কিশোর, এমনই তথ্য প্রাথমিক তদন্তে উঠেছে এসেছে পুলিশের কাছে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments