Placeholder canvas

Placeholder canvas
HomeScrollডুমুরজলার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই অন্তত ৮০ ঘর

ডুমুরজলার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই অন্তত ৮০ ঘর

Follow Us :

হাওড়া: বিধ্বংসী অগ্নিসংযোগের ঘটনা ঘটল হাওড়ার ডুমুরজলার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোড এলাকা। ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বস্তির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও পর্যন্ত পাওয়া খবরে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই এলাকার একটি বড় আবাসনের পাশের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে বস্তির ৭০-৮০টি ঘর। বস্তির লোকেরা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীও আসে। পুলিশ এসে বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: কলেজ দখল নিয়ে শাসকদলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব

অন্য দিকে, ড্রেনেজ ক্যানাল রোডে কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানাচ্ছে, আগুন নেভানোর কাজ চলছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু।

RELATED ARTICLES

Most Popular