Homeরাজ্যফ্যাসিবাদ বিরোধী নাট্য উৎসব শান্তিনিকেতনে

ফ্যাসিবাদ বিরোধী নাট্য উৎসব শান্তিনিকেতনে

Follow Us :

বোলপুর: পঞ্চবন আর্ট রিসর্টের উদ্যোগে শান্তিনিকেতনে শুরু হয়েছে ফ্যাসিবাদ বিরোধী  ইন্দো-বাংলা নাট্য উৎসব। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে নাটকের সঙ্গে আলোচনা, গান ও  কবিতা পাঠে অংশ নিয়েছেন ভারত-বাংলাদেশের প্রথিতযশা শিল্পীবৃন্দ।

২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধিতার বার্তা দিতে নাটক, গান, কবিতা, চিত্র প্রদর্শনী ও সিনেমার মতো মৌলিক শিল্পকর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক অভিনব প্রতিবাদের আয়োজন হয়েছে পঞ্চবনে।

আরও পড়ুন: ফিরে দেখা ২০২৩: চন্দ্রযান ৩-মণিপুর…আর কী ঘটল?

২০২২ সালের ২৫ ডিসেম্বর পঞ্চবনের উদ্যোগে খাপছাড়া প্রাঙ্গণে শুরু হয় প্রতি শনিবারের নাটক। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও অন্যান্য রাজ্যের নাট্যদলগুলোর উপস্থাপনায় এক বছরের   মাথায় ১০০টি নাটক উপস্থাপনার কৃতিত্ব এই সংগঠনের। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা বাংলাদেশের ‘অঙ্কুর’ নাট্যদলের কর্ণধার নাসিমুদ্দিন জুলিয়াস বলেন, “অভিনব এই উদ্যোগ।  আর্ট অ্যান্ড কালচারের মধ্য দিয়ে যুদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধিতার যে আয়োজন হয়েছে তাতে  আমরা অভিভূত। আমরা দেশে ফিরে এই রকম আয়োজন করব এবং ভারতীয় শিল্পীদেরও আমন্ত্রণ জানাব।”

বাংলাদেশের আর এক নাট্যদল থিয়েটার সার্কেল যারা ‘ভাটির টানে’ নামক নাটকের মাধ্যমে শাহ আব্দুল করিমের জীবন তুলে ধরেন। ভারতের বিখ্যাত চিত্র ও নাট্য পরিচালক শঙ্খ ঘোষ পঞ্চবনের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও অন্যদেরও সভ্যতার এই সংকটে এগিয়ে এসে এই ধরনের উদ্যোগে শামিল হতে বলেন।

পঞ্চবনের কর্ণধার তাপস মল্লিক বলেন, “নাটক সমস্ত শিল্পকর্মের তিলোত্তমা রূপ, সব ধরনের শিল্প মাধ্যমের সমাহার নাটক, নাটক দিয়ে খুব সহজে মানুষের কাছে বার্তা পৌঁছনো যায়। তাই আমরা বর্ষশেষে নাটককেই যুদ্ধ ও ফ্যাসিবাদ বিরোধিতার মুখ্য হাতিয়ার হিসেবে তুলে ধরেছি।”

RELATED ARTICLES

Most Popular