চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পুরুষ দলের পরাজয় থেকে জি ২০ শীর্ষ বৈঠকে ভারতের পৌরোহিত্যে ভরা ঘটনাবহুল বছর প্রায় শেষ প্রান্তে। বিশ্বেও নানান উত্থান-পতনের মধ্য দিয়ে কেটে গেল ২০২৩ সালটা।
কী কী ঘটল, কোথায় কোথায়, দেখে নেওয়া যাক একনজরে…
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
গত ৬ ফেব্রুয়ারি থেকে পরপর পাঁচটি ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। জখমের সংখ্যা অগুনতি।
আরও পড়ুন: হাজারবার নকল করব, ধনখড়কে আর কী বললেন কল্যাণ?
ভারতে কুস্তিগিরদের বিক্ষোভ
দেশের শীর্ষ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিনেশ ফোগট সহ অন্য সহ খেলোয়াড়রা যৌন হেনস্তার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। এপ্রিলের মাঝামাঝি থেকে তাঁদের আন্দোলন জাতীয় রাজনীতিকেও নাড়িয়ে দেয়।
জনসংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে গেল ভারত
২০ এপ্রিল, ভারত বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হিসেবে চীনকে অতিক্রম করে।
মণিপুর হিংসা
এ বছরের ৩ মে দেশের ইতিহাসে কালাদিবস হিসেবে লেখা থাকবে চিরকাল। মণিপুর উত্তাল হয়ে ওঠে মেইতি ও কুকিদের মধ্যে জাতিদাঙ্গায়। কয়েক মাস ধরে পরস্পরের মধ্যে হানাহানি, সংঘর্ষ, মৃত্যুর কালো ছায়া পড়েছিল ছোট্ট এই পার্বত্য রাজ্যে।
সংসদের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের নতুন ভবনের উদ্বোধন করেন। লোকসভার স্পিকারের আসনের ঠিক পাশে ঐতিহাসিক রাজদণ্ড স্থাপন করেন মোদি।
চন্দ্রযান ৩
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তৃতীয় চন্দ্রাভিযান। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে বিজ্ঞানের নয়া দিগন্ত খুলে দিল ভারত।
জি ২০ শীর্ষ বৈঠক
নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ নেতাদের বৈঠক।
ইন্ডিয়া জোট
১ সেপ্টেম্বর বিজেপি বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের মুম্বই অধিবেশনে লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তাব পাশ।
উত্তরকাশীর সুড়ঙ্গ ধস
১২ নভেম্বর উত্তরকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গ ধসে ৪১ জন কর্মী আটকে পড়েন। দীর্ঘ ১৭ দিনের যমে-মানুষে টানাপড়েনের পর তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।
বিশ্বকাপ ক্রিকেটে পরাজয়
১১টি ম্যাচে টানা অপরাজিত থাকার পর অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হার দেশবাসীর কাছে চরম দুঃখ ডেকে আনে।
অন্য় খবর দেখুন