বসিরহাট: প্রচণ্ড গরমের মধ্যে লাগাতার ১৫ দিন ধরে পাল্লা দিয়ে লোডশেডিং। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসিরহাট থানার বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরমের মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় কয়েক ঘণ্টা লাগাতার পাল্লা দিয়ে লোডশেডিং হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন বাড়ির লোকেরা। যার ফলে বাধ্য হয়ে এদিন সকাল থেকে বসিরহাট পুরসভার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দিঘীর রোড অবরোধ করে। তাঁদের দাবি, লাগাতার লোডশেডিং হচ্ছে যার কারণে একদিকে বাড়ির বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। এবার রেকর্ড পরিমাণ গরম পড়েছে। এর মধ্যে যেভাবে লোডশেডিং হচ্ছে তার জন্যই আমাদের এই প্রতিবাদ অবরোধ।
আরও পড়ুন: ফের দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের
বিক্ষোভকারীদের আরও দাবি, অবিলম্বে বিদ্যুৎ দফতরের লোকদেরকে এখানে আসতে হবে তারপরে আমরা এই অবরোধ তুলব। অবরোধের জেরে যান চলাচলের স্তব্ধ হয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলে।পরে পুলিশে আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা।
দেখুন আরও অন্য়ান্য খবর: