কলকাতা: দলের ক্ষতি করে দল করা যাবে না বলে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার কালীঘাটে দলের জয়ী, পরাজিত প্রার্থী, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও নেতাদের নিয়ে বৈঠক করেন নেত্রী। সেখানেই তিনি বলেন, লোকসভা ভোটে আমাদের ভালো ফল হয়েছে ঠিকই। তবে বেশকিছু বিধানসভা কেন্দ্রে আমরা পিছিয়ে পড়েছি। অনেক জায়গায় অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে, অনেক জায়গায় কিছু কর্মী কাজ করেননি। আমার কাছে সব খবর রয়েছে। এখন থেকেই বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়তে হবে। কোনও শৈথিল্য বরদাস্ত করা হবে না। দলে থেকে দলের ক্ষতি করতে দেওয়া যাবে না।
লোকসভা ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূল (TMC) ১৯০টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে আছে ৯০টি বিধানসভা আসনে। তৃণমূলের আটজন মন্ত্রীর বিধানসভা আসনে বিজেপি জিতেছে। ভোটের ফল প্রকাশের পরই অনেক জায়গায় তৃণমূলের ঘরোয়া কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। তাকে ঘিরে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষও হয়েছে। এই বিপুল জয়ের মধ্যেও এইসব ঘটনা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে উদ্বেগের মধ্যে রেখেছে। সেই কারণেই দলনেত্রী উপস্থিত নেতাদের কড়া বার্তা দিয়ে রাখলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ, রাজ্যসভায় থাকছেন ডেরেক
আর দুই বছর পর রাজ্যে বিধানসভা ভোট। তার জন্য এখন থেকেই তৃণমূল প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সফল রূপায়ণের জন্যই বিপুল সংখ্যক মানুষের ভোট পেয়েছে তৃণমূল সরকার। আগামিদিনে সেই সব সরকারি প্রকল্প যাতে আরও ভালো করে রূপায়িত করা যায়, তার জন্য আমলাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১১ জুন তিনি প্রশাসনিক বৈঠক ডেকেছেন নবান্নে। সেই বৈঠকে সব মন্ত্রীর হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সশরীর হাজির থাকতে হবে বিভিন্ন দফতরের সচিবদের, জেলাশাসকদেরও। সূত্রের খবর, বস্তুত সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটেরও দামামা বাজিয়ে দেবেন।
দেখুন বিস্তারিত