বালুরঘাট: দেশ জুড়ে আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে আজ দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট, আর তা নিয়ে ইতিমধ্যেই উত্তাপ বেড়েছে। সবথেকে বেশি নজর ছিল বালুরঘাটের উপর কারণ এখানে লড়ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে ঘিরেই অশান্তির সৃষ্টি হল এক নির্বাচনী বুথে। বালুরঘাটের তপনের পতিরাম গার্লস স্কুলের ১০০ নম্বর বুথে সুকান্তকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। বিজেপি এবং তৃণমূলের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।
আরও পড়ুন: নিয়ম ভেঙে ভোট দিয়ে দিচ্ছেন সঙ্গে থাকা ব্যক্তি, ভিডিও ভাইরাল
ওই বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করছিল বলে অভিযোগ বিজেপির। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় বাধা দিলে তাঁকে ধরে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মীরা।
এদিকে তৃণমূলের অভিযোগ, আজ সকালেই স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করছে। তা ধামাচাপ দিতেই সুকান্ত ও বিজেপির এই অভিযোগ। রাজ্যের শাসকদলের আরও অভিযোগ, ভোটগ্রহণ প্রক্রিয়া বিপর্যস্ত করতেই পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে সুকান্ত।
দেখুন অন্য খবর: