খড়দহ: খড়দহ বিধানসভার মহেশপোতা ঘোলা থানা এলাকায় কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। এমনকী মহিলাদের মারধর ও খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রবাহিনীর এবং ঘোলা থানার ওসির বিরুদ্ধে।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। এ বিষয়ে সৌগত রায় বলেন, যথাযথ জায়গা অভিযোগ জানাবো।
আরও পড়ুন: ৩টে পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৫৮.৪৬ শতাংশ