তমলুক: লিখে রেখে দিন, কেন্দ্রে যদি সরকার উল্টায়, এক মাসের মধ্যে এই সিবিআইকে দিয়ে কলার ধরে শুভেন্দুকে গ্রেফতার করানো হবে। সোমবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে তৃণমূলের সাংগঠনিক সভায় এমনই মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি আরও বলেন, শুভেন্দু নিজের বাবার ভালো চায় না, কী করে মেদিনীপুরের ভালো চাইবে। ও বাবার পদ কেড়ে নিজে নিতে চায়। ও কী করে আর একজনকে দেবে। এই কথাগুলো জোরে বলতে হবে। বক্তাদের তালিকাগুলো খেয়াল করবেন। এমন কোনও বক্তা দেবেন না যে, ২০ মিনিট বক্তৃতা হয়ে গেল এলাকায় শুভেন্দুর নাম উচ্চারণ হল না। তারা মানে প্রাচীরের উপর বসে আছে। দলীয় নেতৃত্বদের এমনই বার্তা দিলেন কুণাল।
আরও পড়ুন: হ্যান্ড পাম্প থেকে পড়ছে সাদা তরল, ভাইরাল ভিডিও
সেইসঙ্গে তিনি বলেন, শুভেন্দুকে দাঁড়িয়ে যদি চোর, চিটিংবাজ, না বলতে পারেন, পূর্ব মেদিনীপুরে আজকের দিনে তাঁর তৃণমূলের সৈনিক হওয়ার কোনও অধিকার নেই। লিখে রেখে দিন কেন্দ্রে যদি সরকার উল্টায়, এক মাসের মধ্যে এই সিবিআইকে দিয়ে কলার ধরে শুভেন্দুকে গ্রেফতার করানো হবে। কুণালের এই মন্তব্যের জেরে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।