Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরযাদবপুরে সিসিটিভির বসানোর দাবি, স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির

যাদবপুরে সিসিটিভির বসানোর দাবি, স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির

Follow Us :

বসিরহাট: যাদবপুরের উল্টো ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের তেতুলিয়া শহীদ নুরুল ইসলাম কলেজে। এবার সিসিটিভি বসানোর বিরুদ্ধে টিএমসিপি। বিক্ষোভে উত্তেজনা কলেজ জুড়ে। পরিচলন সমিতির সভাপতি তথা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, টিচার্স রুম ও অধ্যক্ষের ঘরে সিসিটিভি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা না করে বসানো হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। 

কলেজ পড়ুয়াদের দাবি, কলেজের স্টাফ রুমে সিসিটিভি বসানো হয়েছে, যাতে শিক্ষক-শিক্ষিকাদের শালীনতা বিঘ্নিত হতে পারে। তার জন্যই আমাদের এই বিক্ষোভ আন্দোলন জারি থাকবে। তৃণমূল ছাত্র পরিষদ অধ্যক্ষকে ঘরে ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। যেখানে যাদবপুরে সিসিটিভি বসানো হোক এই দাবিতে সোচ্চার টিএমসিপি সেখানে উল্টো ছবি দেখা গেল এই কলেজে।

আরও পড়ুন: ৩ বছর আগের খুনের ঘটনায় দোষীর ফাঁসির সাজা 

জানা গিয়েছে, কিছু বহিরাগত ছাত্র অধ্যক্ষের ঘরে ও  টিচার্স কমনরুমে সিসিটিভি বসানোর বিরোধিতা করেছে। সেই বিরোধীতায় আজকে অধ্যক্ষের ঘরে গিয়ে সিসিটিভি ভাঙজুর করে বলে অভিযোগ। আগামী দিনে যাতে কমন জায়গায় সিসিটিভি না বসায় তার আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। 

তাঁদের আরও অভিযোগ, কলেজের পরিচালিত সমিতির সভাপতি ও বিধায়ক বিনা মণ্ডল অধ্যক্ষের সঙ্গে অশুভ আতাত করে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা না বলে নিজেরাই একা সিদ্ধান্ত নিয়ে এই সিসিটিভি বসিয়েছে।

RELATED ARTICLES

Most Popular