Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যআজ বীরভূমে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

আজ বীরভূমে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী

সিউড়ির চাঁদমারি মাঠের প্রশাসনিক সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

বীরভূম: আজ রবিবার বীরভূমে (Birbhum) প্রশাসনিক সভা (Administrative Meeting) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনের আগে, কেষ্টহীন কেষ্টগড়ে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে বর্ধমান ও হুগলিতে প্রশাসনিক সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সিউড়ির চাঁদমারি মাঠের প্রশাসনিক সভায় অংশ নেবেন তিনি।

রবিবার বীরভূমের এই প্রশাসনিক সভা থেকে একরাশ নতুন প্রকল্প ঘোষণার পাশাপাশি, জনকল্যাণমূলক পরিষেবাও প্রদান করবেন মমতা। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী যে সব প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে থাকছে ১৩০ কোটি টাকা দিয়ে নির্মীত নানা রাস্তা। এছাড়াও জেলার একাধিক সুস্বাস্থ্য সেন্টার উদ্বোধন সহ ক্লিনিক, হাসপাতালের ওয়ার্ড, ওটি রুমের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে জেলার নানান বিদ্যালয়ে ৩৯২ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া নানা পরিকাঠামোরও উদ্বোধন হবে আজ মুখ্যমন্ত্রীর হাত ধরেই। পাশাপাশি ৩৭৯ কোটি টাকা ব্যয়ে তৈরি বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের (Biswa Bangla University) উদ্বোধন সিউড়ির মঞ্চ থেকেই করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বোলপুর, সাঁইথিয়া, লাভপুরের জলসমস্যা সমাধানে অদ্ভুত প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকার কাজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে। অন্যদিকে, ৪ কোটি টাকা ব্যয়ে দুবরাজপুরের দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৪)

উল্লেখ্য, বীরভূমে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এই মুহূর্তে জেলবন্দি। গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেপ্তার হয়ে তিনি তিহাড় জেলে। অনুব্রতহীন বীরভূমে সাংগঠনিক কাজকর্ম দেখভালের জন্য ৫ সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু সেই কোর কমিটি নিয়েও নানান দ্বন্দ্ব শুরু হয়েছে। একদা অনুব্রতের বিরোধী বলে পরিচিত কাজল শেখকে সামনের সারিতে এনেছিলেন। কিন্তু লোকসভা ভোটের আগেই সেই ৯ সদস্যের কোর কমিটি ভেঙে দিয়ে পাঁচজনের নতুন কোর কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে নাম নেই কাজল শেখের। এরপর থেকেই, অনুব্রত গোষ্ঠীর হয়ে দল করলে কেন কাজল গোষ্ঠীর হয়ে করবে না? এই প্রশ্ন তুলে কাজল গোষ্ঠী বনাম অনুব্রত গোষ্ঠী, দ্বন্দ্ব বেড়েই চলেছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular