কলকাতা: বাংলার চারিদিকে সবুজ ঝড়। রাস্তায় নেমে পড়েছেন মানুষজন। একের পর এক কেন্দ্র থেকে আসছে তৃণমূল প্রার্থীদের জয়ের খবর। হাইভোল্টেজ ব্যারাকপুর কেন্দ্র থেকে ৬০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। সকাল থেকেই এই কেন্দ্রে টানটান উত্তেজনা ছিল। এলাকার বাহুবলী প্রার্থী অর্জুন সিং-কে বিপুল ভোটে হারিয়ে ভোট ময়দানে জয়ের হাসি পার্থর মুখে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী, ইতিহাসের খাতায় নাম লেখালেন
উল্লেখ্য, ২০১৯ সালে ব্যারাকপুর থেকে কয়েকহাজার ভোটে জিতেছিলেন অর্জুন সিং। হারিয়েছিলেন ঘাসফুলের দীনেশ ত্রিবেদীকে। তবে তিনি ফের দলে ফিরেছিলেন। কিন্তু ২৪-এর নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে আবার ফিরেছিলেন বিজেপিতে। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করে ব্যারাকপুরের গুড বয় পার্থকে। টানটান উত্তেজনার মুখে ভোট হয় ব্যারাকপুরে। বিক্ষিপ্তভাবে নানান অশান্তির ছবিও ধরা দেয়। সেই সবকে পিছনে ফেলে সবুজ আবিরে মেতে উঠল ব্যারাকপুর।
দেখুন ভোটের আরও খবর