skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যতৃণমূলের জেলা সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
TMC Murshidabad

তৃণমূলের জেলা সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য

Follow Us :

মুর্শিদাবাদ: তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। বোমার স্পিন্টারে আক্রান্ত পুলিশ। শনিবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার (Salar PS) উজুনিয়া গ্রামে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা সম্পাদক মোহাম্মদ আজাহার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের গোষ্টী কোন্দলের জেরেই দু’পক্ষই বোমাবাজি করে বলেই জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন উজুনিয়া গ্রামে এলোপাথাড়ি বোমাবাজির ঘটনা ঘটে। মুড়িমুড়কির মত বোমাবাজির ঘটনার ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামের একাধিক স্থানে তাজা বোমা পড়ে রয়েছে বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।

আরও পড়ুন: উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা

উল্লেখ্য, গত ৭ মে, তৃতীয় দফার ভোটে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। তবে সামগ্রিক ভাবেই শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই দাবি স্থানীয়দের। সাধারণ মানুষের দাবি, মূলত পুলিশের নিরপেক্ষতার কারণেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনের অনেক আগে থেকেই আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার এবং দুষ্কৃতীদের নজরে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রেই জানা গিয়েছে। সেই উদ্ধার কার্যের সময় অনেকেই মনে করেছিলেন ভোটের দিন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এই জেলায়। কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিন্তে একটা নির্বাচন পার করতে পেরেছেন জেলার মানুষ।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular