কলকাতা: ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোটের সঙ্গে সঙ্গে চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আজ ৪ জুন, সকাল ৮টা থেকে শুরু হয়েছে দেশজুড়ে ভোট গণনা। রাজ্যে বেশ কয়েকটি জায়গায় অশান্তির ছবি সামনে আসছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ভোটের ফলাফল ঘোষণার পরে দফায় দফায় অশান্তির আশঙ্কা থাকছে। তাই ৬ তারিখ পর্যন্ত জারি থাকবে আদর্শ আচরণবিধি।
গত ৩১ মে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছিল, ফল প্রকাশের পর রাজ্যে ৪০০ কোম্পানি বাহিনীকে আগামী ৬ জুন পর্যন্ত রেখে দেওয়া হবে। কিন্তু এখন কমিশন জানিয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তাই গণনার পর অন্তত দু’ সপ্তাহ অর্থাৎ ১৯ জুন পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
আরও পড়ুন: পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছেন, অভিযোগ শুভেন্দুর
ভোট ঘোষণার পর থেকে, এমনকি নির্বাচনের দিনেও অশান্তির ঘটনায় দমদম লোকসভা কেন্দ্রে (Dum Dum Lok Sabha) একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ভোটের পরে দমদমে বিজেপির এক বুথ এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পরে রাজনৈতিক অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের সর্বত্রই।
সেই আশঙ্কা থেকেই পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজের গণনা কেন্দ্র-সহ সাতটি বিধানসভা এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে ব্যারাকপুর সিটি পুলিশ। এই গণনা কেন্দ্রে নিরাপত্তার জন্য দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বাকি ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যারাকপুর সিটি পুলিশের সমস্ত থানায় ভাগ করে দেওয়া হয়েছে।
দেখুন ভোটের আরও খবর