Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAdivasi: সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দিতে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়

Adivasi: সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দিতে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়

Follow Us :

কলকাতা: বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনে বিশেষ প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ। আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের ঠিক আগের দিন এই প্রস্তাবের উপর আলোচনা হবে। আদিবাসীদের সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সে ব্যাপারেই ওই প্রস্তাব আনা হবে। মঙ্গলবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই প্রস্তাব আনার কথা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, আদিবাসীদের দীর্ঘ দিনের দাবি মেনে সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেবে রাজ্য সরকার। আদিবাসীরা প্রকৃত অর্থে এই ধর্মাবলম্বী। কিন্তু তাঁদের হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। তাই আদিবাসীদের দাবি মেনে ওই দুই ধর্মকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিতে চায় রাজ্য সরকার।

আগামী ১৩ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের সঙ্গে সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেওয়ার প্রস্তাবটিও আনবে সরকার পক্ষ। ওই দিন বিধানসভা অধিবেশনে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে এই দুই প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে সরকার পক্ষের রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। এদিকে মঙ্গলবারও রাজ্য বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক কার্যত বয়কট করল বিরোধীদল বিজেপি। এদিনের বৈঠকে বাজেট অধিবেশনের প্রস্তুতি নিয়ে সর্বদল বৈঠকও ডাকা হয়। তাতেও গরহাজির ছিল বিরোধী দল বিজেপি। 

আরও পড়ুন:Madhyamik Exam 2023: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আদিবাসী ভোট ব্যাঙ্কের সিংহভাগ দখলে চলে গিয়েছিল বিজেপির। কিন্তু বিধানসভা নির্বাচনে সেই ভোট বেশ কিছুটা নিজেদের দিকে ফেরাতে পেয়েছিল তৃণমূল। গত বছর দেশের রাষ্ট্রপতি পদে আদিবাসী জনজাতি সম্প্রদায়ভুক্ত দ্রৌপদী মুর্মুকে বসিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকে গেরুয়া শিবির দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী ভোট আগামী লোকসভা নির্বাচনে তাদের ঝুলিতে আনার জন্য তৎপর হয়েছে।কেন্দ্রীয় বাজেটেও আদিবাসী জনজাতি উন্নয়নের জন্য মোটা টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের এই পদক্ষেপকে মাথায় রেখে রাজ্য সরকারও আদিবাসী সম্প্রদায়ের সারি এবং সারনা ধর্মকে মান্যতা দিতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তবে তৃণমূল পরিষদীয় দলের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালিতে এনএসজির পর সিবিআই, দখলের অভিযোগ গ্রামবাসীদের
02:15
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চকোলেট বোমা ফাটলেও এনএসজি? : মমতা বন্দ্যোপাধ্যায়
04:48
Video thumbnail
Stadium Bulletin | অতিষ্ঠ শহরে দিল্লির লু আসছে?
25:08
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালি নিয়ে জারি রাজনৈতিক টানাপোড়েন, অস্ত্র উদ্ধারের পর উঠছে একাধিক প্রশ্ন
02:03
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | বহরমপুরে কর্মসংস্থানই লক্ষ্য: ইউসুফ পাঠান
10:15
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
13:19
Video thumbnail
ধমযুদ্ধের দামামা | বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ!
10:51
Video thumbnail
সেরা ১০ | সিবিআই পোর্টালে জমি লুট সহ একাধিক অভিযোগ, সরেজমিন খতিয়ে দেখতে সন্দেশখালিতে তদন্তকারীরা
18:45
Video thumbnail
Abhishek Banerjee | গণতান্ত্রিকভাবে বিজেপির বিদায় নিশ্চিত : অভিষেক
03:46