Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSuvendu Adhikari | 'এবার মাথার সময় এসেছে', কালীঘাটের কাকু গ্রেফতারে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari | ‘এবার মাথার সময় এসেছে’, কালীঘাটের কাকু গ্রেফতারে বিস্ফোরক শুভেন্দু

Follow Us :

কলকাতা: দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছে ইডি। এরপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই নিয়ে টুইটে নাম না করে তৃণমূল নেত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘হৃদয়ে পৌঁছে গিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার উচিত না থেমে মাথায় পৌঁছনো। সময় আসছে।’ ‘কালীঘাটের কাকু’ যে সংস্থার ডিরেক্টর ছিলেন সেই সংস্থার বাকি ডিরেক্টরদেরও নাম তুলে ধরেছেন শুভেন্দু। যেখানে দেখা যাচ্ছে, ওই সংস্থার ডিরেক্টরদের মধ্যে রয়েছেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ ভট্টাচার্য। একই সুর শোনা যায় দিলীপ ঘোষের মন্তব্যেও। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ‘কাকু হল। জেঠু হল। এবার হয়ত পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ। এবার হয়ত মাথা আসবে।’

যদিও সুজয়কৃষ্ণের গ্রেফতারির পিছনে চক্রান্ত খুঁজে পেয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, ‘বায়রন তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট ধাক্কা খেয়েছে। সেই রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার নয় তো? তিন দলের উল্লাস দেখে সেটাই তো মনে হচ্ছে।’ 

আরও পড়ুন: Suvendu Adhikari | শুভেন্দুর বিরুদ্ধে সারদা কর্তার চিঠি, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

উল্লেখ্য, মঙ্গলবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ইডির স্ক্যানারে তাঁর সঙ্গতিহীন আয়। জানা গিয়েছে, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতিয়ার ডিজিটাল এভিডেন্স। কোটি কোটি টাকা লেনদেনে সুজয়কৃষ্ণ জড়িত বলে দাবি ইডির। বুধবার তাঁকে আলিপুর ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। সূত্রের খবর, ১৪ দিনের হেফাজতে চাইতে পারে ইডি।

RELATED ARTICLES

Most Popular