Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsবঙ্গোপসাগরে নিখোঁজ ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার

বঙ্গোপসাগরে নিখোঁজ ৯ মৎস্যজীবীর দেহ উদ্ধার

Follow Us :

ক্যানিং: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ মৎস্যজীবীর মৃত্যু হল৷ ডুবে যাওয়া ট্রলারের মধ্য থেকেই তাঁদের দেহ উদ্ধার হয়েছে৷ মৃত মৎস্যজীবীরা, বুদ্ধদেব মাইতি, নারায়ণ শাসমল, গোপাল জানা, রবীন কর, অজিত বেরা, গৌতম পড়ুয়া, সৈকত দাস, সৌরভ দাস, সন্তোষ মন্ডল, গৌরহরি দাস। প্রত্যেক মৎস্যজীবীদের বাড়ি নামখানাতে। ইতিমধ্যেই মৃতদেহগুলি শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহাকুমার হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের একমাত্র রোজগেরে দের হারিয়ে অসহায় মৎস্যজীবী পরিবারগুলি। মৎস্যজীবী পাড়া গুলিতে কান পাতলে শোনা যাচ্ছে কান্নার বিরহ। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে মৃত মৎস্যজীবী পরিবারগুলি।

আরও পড়ুন: মোদি রাজ্যে আদিবাসী মহিলাকে উলঙ্গ করে ঘোরানো হল

তবে, নিখোঁজ বাকি এক মৎস্যজীবীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি৷ নিখোঁজের নাম অনাদি শাসমল। তিনি নামখানার দশ মাইল এলাকার বাসিন্দা। বুধবার রাতে ভাটার সময় মৎস্যজীবীরা আরও বেশ কয়েকটি ট্রলারের সঙ্গে দড়ি বেঁধে টান দিয়ে ট্রলারটিকে উদ্ধার করে। সেটিকে ফ্রেজারগঞ্জে আনা হয়েছে৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবল ট্রলার, নিখোঁজ ১০ মৎস্যজীবী

বুধবার বকখালির কাছে সমুদ্রে ট্রলার উল্টে দুর্ঘটনা ঘটে৷ হৈমবতী নামে ওই ট্রলারে ১২ জন মৎস্যজীবী ছিল। ট্রলার উল্টে যাওয়ায় ২ জনকে উদ্ধার করা গেলেও ১০ জন মৎস্যজীবীর কোনও খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রের খবর, তাঁরা সপ্তাহখানেক আগে মাছ ধরতে গভীর সমুদ্রে গেছিল ট্রলারটি। বুধবার ফিরে আসার পথে বকখালির সমুদ্র সৈকত থেকে ২২ কিমি দূরে রক্তেশ্বরী চরের কাছে ভোর ৫টা নাগাদ আচমকাই উল্টে যায় ট্রলারটি। পাশে অন্য ট্রলার থাকায় সহজেই উদ্ধারকার্যে এগিয়ে আসে মৎস্যজীবীরা।

আরও পড়ুন:  অসমে মন্দিরের আশপাশে গোমাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

২ জনের খোঁজ মিললেও বাকিদের খোঁজে শুরু হয় তল্লাশি। গত মাসেও জম্মু্ দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল। সেখানে ১৪ জন মৎস্যজীবীর মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা গেছিল। আবহাওয়া খারাপ থাকায় ট্রলার ঘোরাতে গিয়ে পুরোপুরি জলের তলায় ডুবে যায়।

আরও পড়ুন: নির্বাচনের আগে ১৫০০ কোটির প্রকল্প উদ্বোধনে মোদি

RELATED ARTICLES

Most Popular