Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAshok Gehlot: চাঁচাছোলা আক্রমণে সচিন পাইলটকে গদ্দার বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

Ashok Gehlot: চাঁচাছোলা আক্রমণে সচিন পাইলটকে গদ্দার বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

Follow Us :

প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে দুজনের সম্পর্ক যে মোটেই স্বস্তিদায়ক নয় তা বিলক্ষণ জানে রাজনৈতিক মহল। কিন্তু এবার বোধহয় সব গণ্ডি টপকে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাঁরই দলীয় সতীর্থ সচিন পাইলটকে (Sachin Pilot) গদ্দার বলে অভিহিত করলেন। একইসঙ্গে সরাসরি বলেই দিলেন, “গদ্দার কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না।”

বৃহস্পতিবার নিউজ চ্যানেল এনডিটিভিকে ওই সাক্ষাৎকারে গেহলট অত্যন্ত রূঢ ভাষায় আক্রমণ করেন একদা তাঁরই মন্ত্রীসভার ডেপুটি পাইলটকে। গেহলটের বক্তব্য, গোটা দেশ প্রথম বারের জন্য দেখেছিল দলের প্রদেশ সভাপতি নিজেদের সরকারকেই ভেঙে ফেলার চেষ্টা করছেন। গেহলট যে ২০২০ সালে পাইলটের বিদ্রোহের দিকে ইঙ্গিত করতে চেয়েছেন, সেটি তাঁর বক্তব্যেই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালে রাজস্থানের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট রাজস্থান কংগ্রেসে তাঁর অনুগামী ১৯ জন বিধায়ককে নিয়ে দিল্লির কাছাকাছি একটি রিসর্টে গিয়ে ওঠেন। ঘুঁটি সাজানোর কাজ শুরুও করেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেমে পড়া পাইলটের এই পদক্ষেপে  দলের শীর্ষ স্তরে এমন আশঙ্কাও তৈরি হয় যে, বিজেপির সাহায্য নিয়ে  তিনিও মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মত রাজস্থানে কংগ্রেস সরকার ফেলে দিতে পারেন। গেহলট দাবি করেন, সে সময় কংগ্রেস বিধায়কদের কারোকে দশ বা কারোকে কুড়ি কোটি টাকার টোপ দেওয়া হয়। গোটা অপরেশনটি অমিত শাহের নজরদারিতে হচ্ছিল। অবশ্য শেষরক্ষা হয়নি।  কিছু দিন পরেই বিদ্রোহের ধ্বজা সরিয়ে আবার দলের চৌহদ্দিতে ফেরেন রাজেশ পাইলটের পুত্র। কিন্তু এরপরেই শাস্তি হিসাবে তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

অবশ্য তার পরেও দুই শিবিরের চূড়ান্ত সমঝোতা হয়নি। বরং বেশ কিছু বার তর্কে জড়িয়ে পড়েছেন পাইলট এবং গেহলট। ধাক্কা খেয়েও মুখ্যমন্ত্রী পদে পাইলটকে দেখতে চেয়ে কংগ্রেস হাইকম্যান্ডের (Highcommand) কাছে আর্জি জানিয়েছেন তাঁর অনুগামী বিধায়করা। আর বিপক্ষ শিবিরে থাকা রাজ্য কংগ্রেসের প্রায় ১০০ জন বিধায়ক জানিয়ে দিয়েছেন, তাঁরা গেহলটকেই মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান।

বৃহস্পতিবার  পাইলটের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিয়ে গেহলট বলেন, “যাঁর সঙ্গে ১০ জন বিধায়কেরও সমর্থন নেই, তাঁকে কংগ্রেস হাইকম্যান্ড কখনওই মুখ্যমন্ত্রী করবে না। ” অশোক গেহলট একইসঙ্গে দাবি করেন তিনি নিজেই সোনিয়া গান্ধীকে  (Sonia GandhI) প্রস্তাব দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী পদে তাঁর জনপ্রিয়তা অটুট আছে কি না তা খতিয়ে দেখতে একটি সমীক্ষা করা হোক। যদি সে  সমীক্ষায় তাঁর পক্ষে ফল না আসে তাহলে ছেড়ে দেবেন কুর্সি। কিন্তু পাইলটকে যে  তিনি গদি ছাড়বেন না তা স্পষ্ট করে দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ডায়মন্ড হারবারে কোন দল এগিয়ে?
00:00
Video thumbnail
আজকে (Aajke) | গুজরাতে ৯ শিশু সহ ৩৩ জনের পুড়ে মারা যাওয়া ইউটিউবার প্রতিবাদীদের চোখ এড়িয়ে গেল কেন?
00:00
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মোদি–শাহ চলে যাবেন, রেখে যাবেন এক বিভক্ত সমাজ, এক বিধ্বস্ত অর্থনীতি
00:00
Video thumbnail
Train Derailed | লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন বড় দুর্ঘটনা থেকে রক্ষা
02:07:11
Video thumbnail
মার্কেট কাঁপাচ্ছে স্মার্ট গ্র্যাজুয়েট দিদি, দেখুন ভিডিও
01:13:20
Video thumbnail
বাংলার ৪২ | ডায়মন্ড হারবারে কোন দল এগিয়ে?
05:45
Video thumbnail
আজকে (Aajke) | গুজরাতে ৯ শিশু সহ ৩৩ জনের পুড়ে মারা যাওয়া ইউটিউবার প্রতিবাদীদের চোখ এড়িয়ে গেল কেন?
11:38
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মোদি–শাহ চলে যাবেন, রেখে যাবেন এক বিভক্ত সমাজ, এক বিধ্বস্ত অর্থনীতি
14:42
Video thumbnail
Politics | পলিটিক্স (28 May, 2024)
12:26
Video thumbnail
Tejashwi Yadav | তেজস্বী যাদবের বড় ঘোষণা, ফের কি শিবির বদলের সম্ভাবনা?
00:53