Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPakistan Drone: পঞ্জাবের গুরুদাসপুরে গুলি করে অস্ত্রবোঝাই ড্রোন নামাল বিএসএফ

Pakistan Drone: পঞ্জাবের গুরুদাসপুরে গুলি করে অস্ত্রবোঝাই ড্রোন নামাল বিএসএফ

Follow Us :

পঞ্জাব: পঞ্জাবের (Punjab) গুরুদাসপুরে পাকিস্তানি ড্রোনকে (Pakistan Drone) গুলি করে নামাল বিএসএফ (BSF)। উদ্ধার একাধিক অস্ত্র। ঘটনাস্থল পঞ্জাবের গুরদাসপুর (Gurdaspur)। বুধবার সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, এবার মাদকের বদলে সেই ড্রোনের মাধ্যমে পাচার হচ্ছিল আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে, পঞ্জাবের গুরুদাসপুরের সীমান্ত লাগোয়া উঁচা টাকালা গ্রামে পাকিস্তানের দিক থেকে আসছিল ওই ড্রোনটি (Drone)। একটি ড্রোনকে গুলি করে নামায় বিএসএফ জওয়ানরা (BSF Jawan)। সেই ড্রোনেই বাঁধা ছিল একটি পুটলি। যার ভিতর থেকে উদ্ধার হয় ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন সহ ৪৭টি কার্তুজ। 

সীমান্তরক্ষী বাহিনী আরও জানিয়েছে, মঙ্গলবার জানুয়ারির রাতে বিএসএফের টহলদারি দল গুরদাসপুরের উঁচা তাকালা গ্রামে টহল দিচ্ছিল। সেই সময় একটি ড্রোনের আওয়াজ পান। তড়িঘড়ি ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ভারি কিছু পড়ার আওয়াজ পান জওয়ানরা। সেই বাক্সটি খুলতেই উদ্ধার হয় অস্ত্র। বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্র গুলি চিনে তৈরি করা হয়েছে। এরপরই গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে বিএসএফ।

আরও পড়ুন:Amarnath Sankha: বাঁকুড়ায় বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে বিজেপির নেতা, বিধায়ক, সাংসদরা 

এর আগেও বহুবার পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পঞ্জাবে অস্ত্র ও মাদক পাঠানোর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে পাকিস্তান। প্রতিটি ক্ষেত্রেই ড্রোন ধ্বংস করে অস্ত্র সহ মাদক বাজেয়াপ্ত করেছে বিএসএফ। 

RELATED ARTICLES

Most Popular