Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাAustralian Open: পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়ান ওপেন জয় আরিয়ানা সাবালেঙ্কার

Australian Open: পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়ান ওপেন জয় আরিয়ানা সাবালেঙ্কার

Follow Us :

মেলবোর্ন: পিছিয়ে থেকে স্বপ্নের প্রত্যাবর্তন আরিয়ানা সাবালেঙ্কার (Aryana Sabalenka)। অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে মেয়েদের সিঙ্গলসে উইম্বলডন চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনার (Elena Rybakina) বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন তিনি। ম্যাচ স্কোর ৪-৬, ৬-৩, ৬-৪।

শুরুটা দারুন করেন এলিনা রিবাকিনা। প্রথম সেটে দাপট দেখান এলিনা। ৪-৬ ব্যবধানে পরাজিত করেন আরিয়ানা সাবালেঙ্কাকে। এরপর যখন মনে হচ্ছিল উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা অস্ট্রেলিয়ান ওপেনেও জয়ী হতে চলেছেন, ঠিক সেইসময়েই মহাকাব্যিক প্রত্যাবর্তন বেলারুশ টেনিস সুন্দরীর। দ্বিতীয় সেটে দাপটের সঙ্গে ৬-৩ ব্যবধানে জেতেন সাবালেঙ্কা। তৃতীয় তথা শেষ সেটেও এর অন্যথা হয়নি। শেষ সেটের ফলাফল ৬-৪।

আরও পড়ুন: Ajinkya Rahane: প্রথম শ্রেণির ক্রিকেটে বদলের ডাক দিলেন অজিঙ্ক রাহানে

প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ই আরিয়ানা সাবালেঙ্কার প্রথম গ্র্যান্ড স্লাম। অস্ট্রেলিয়ান ওপেন জিতে আরিয়ানা সাবালেঙ্কা বলেন, ‘প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। গত বছর অনেক ভাঙা-গড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপর অস্ট্রেলিয়ান ওপেন জয় বেশ তৃপ্তিদায়ক। আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরব এবং ভালো টেনিস নৈপুণ্যতা উপহার দেব।’

এই অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুবাদে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসল আরিয়ানা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেন হেরে রিবাকিনা বলেন, ‘আমি সাবালেঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই। আশা রাখি এরকম অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আগামীতেও যাবো দুজনে। মেলবোর্ন পার্কে শেষ দু’সপ্তাহ দারুণ কাটালাম।’

RELATED ARTICLES

Most Popular