Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাRecruitment Scam: কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে, কী হচ্ছে এটা? নিয়োগ...

Recruitment Scam: কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে, কী হচ্ছে এটা? নিয়োগ দুর্নীতিতে ফের মুখর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এবার তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে টেটের অ্যাডমিট কার্ড (Admit Card), ওএমআর শিটের (OMR Sheet ) কয়েকশো প্রতিলিপি পাওয়া গিয়েছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর, অ্যাডমিট কার্ড পাওয়ার বিষয়টি নিয়ে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তিনি বলেন, কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে, কী হচ্ছে এটা? বিচারপতি মন্তব্য করেন, কী করে কুন্তলের কাছে ওএমআর শিট, অ্যাডমিট কার্ড গেল, তা ইডিকে ডেকে জিজ্ঞাসা করব।

এদিন এজলাসে পর্ষদের আইনজীবী জানান, কুন্তলের (Kuntal Ghosh)বাড়ি থেকে ১৮৬টি ওএমআর শিট (OMR Sheet ), অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া গিয়েছে। এরপরই পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, ‘কারা বসে রয়েছে পর্ষদে? কী করে হয় দুর্নীতি হয়?’ এরপরই  বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘কেউ নিজে কিছু করবে না। আবার আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি বলেন, কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা করা হলে তাও বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন:Rabindra Bharati University: রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে বেআইনি নির্মাণ নিয়ে পুর-হলফনামায় সন্তুষ্ট নয় হাইকোর্ট

একসময়ে যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এখন জেলে। গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরাও। রেহাই পেলেন না তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষও। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন কুন্তল। অভিযোগ,  চাকরি দেওয়ার নামে প্রায় ১৯ কোটি টাকা নিয়েছেন তিনি। দুটি ফ্ল্যাটে তল্লাশি ও ম্যারাথন জেরার পর, কুন্তলকে গ্রেফতার করে। 

কিন্তু কুন্তলের বাড়িতে টেট পরীক্ষার্থীদের নথি এল কীভাবে?  ২০ জানুয়ারি কুন্তল ঘোষের চিনার পার্কের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ২৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি। পরদিন ২১ জানুয়ারি সকালে কুন্তলকে গ্রেফতার করে ইডি। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ডায়েরি এবং নথি। কুন্তলকে জেরা করার সঙ্গেই সেই নথি পরীক্ষা করা শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। আর সেই নথির মধ্যে থেকেই বেরিয়ে এসছে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া প্রাথমিক টেট  পরীক্ষার্থীদের কয়েকশো অ্যাডমিট কার্ড। এর সঙ্গে পাওয়া গিয়েছে ওএমআর শিট। 

 তাহলে কি ২০২২ সালের টেটের চাকরিও বিক্রি করার পরিকল্পনা করে ফেলেছিলেন কুন্তল ঘোষরা (Kuntal Ghosh)? তাঁর ফ্ল্যাটে ওই নথিগুলি কোথা থেকে এল, কারা দিলেন? উঠছে প্রশ্ন।  নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতারির পর ইডির হেফাজতে রয়েছেন কুন্তল। তাঁকে দফায় দফায় জেরা করছেন গোয়েন্দারা। জানার চেষ্টা করছে কীভাবে টেট পরীক্ষার্থীদের নথি তাঁর বাড়িতে এল। 

 

RELATED ARTICLES

Most Popular