Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাJustice Abhijit Ganguly removes CBI Officer: তদন্তের কোনও কাজে তিনি যুক্ত থাকতে...

Justice Abhijit Ganguly removes CBI Officer: তদন্তের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না, সিবিআই অফিসারকে তদন্ত থেকে বাদ বিচারপতির

Follow Us :

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (TET Scam) সিবিআই তদন্তকারী অফিসারের কাজে ফের তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। মঙ্গলবার সিবিআইয়ের তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সিট (SIT) থেকে সরিয়ে দিলেন (CBI officer Removes) বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, তদন্তের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না। তাঁর ব্যাপারে ডিআইজি পদক্ষেপ করবেন। এদিন দুপুর ২টোর মধ্যে নতুন তদন্তকারী অফিসার নাম জানাতেও নির্দেশ দেয় আদালত।

এদিন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি চলছিল। সেখানেই তদন্তের দায়িত্বে থাকা এক সিবিআই অপিসারের নাম বাদ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাস প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটের সদস্য ছিলেন।

আরও পড়ুন:Air Marshal Amar Preet: নতুন চিফ অফ এয়ার স্টাফ হচ্ছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং

ওই সিবিআইয় অফিসার ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার। কেন তাঁকে সরানো হল, তা স্পষ্ট করেননি বিচারপতি। তবে কারণ না জানালেও সিবিআই কর্তা সোমনাথ সম্পর্কে তাঁর নির্দেশ ছিল স্পষ্ট। বিচারপতি জানিয়ে দেন, ওই সিবিআই কর্তা তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না।

RELATED ARTICLES

Most Popular