Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBasirhat: স্কুলে না আসায় শোকজ নোটিস শিক্ষিকাকে

Basirhat: স্কুলে না আসায় শোকজ নোটিস শিক্ষিকাকে

Follow Us :

বসিরহাট: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতির (Pen Down) প্রথম দিনে স্কুলে না আসার বিপাকে শিক্ষিকা। সোমবার বিনা নোটিসে (Notice) স্কুলে না আসায় বসিরহাটের (Basirhat) বাদুড়িয়া এলএমএস হাই স্কুলের বিজ্ঞান শিক্ষিকা সোনিয়া মুখোপাধ্যায়কে নোটিস (Notice) ধরাল শিক্ষা দফতর। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশে প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে শোকজ করেন। প্রধান শিক্ষক আসাদুল রহমান বলেন, শিক্ষিকাকে নোটিস দেওয়া হয়েছে। তিনি কী জবাব দেন, দেখা যাক। তারপর পর্ষদের সঙ্গে কথা বলা হবে। প্রধান শিক্ষকের দাবি, কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল বলেই ওই শিক্ষিকা স্কুলে আসেননি। শিক্ষিকা বলেন, ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলাম। শিক্ষা দফতরকে অবশ্যই শোকজের জবাব দেব। 

ডিএ-র দাবিতে সারা রাজ্যেই আন্দোলনে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার এবং মঙ্গলবার তারা কর্মবিরতিও পালন করছে।  সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, মঙ্গলবারও ডিএ-র দাবিতে কর্মবিরতি আন্দোলনে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে স্কুলগুলিতে কর্মবিরতির প্রভাব পড়েছে অনেক বেশি। এতেও সরকারের টনক না নড়লে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মঞ্চের নেতারা।

প্রসঙ্গত, রাজ্য সরকার এই কর্মবিরতি (Pen Down) রুখতে রবিবার ছুটির দিনে কড়া নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, ২০ এবং ২১ ফেব্রুয়ারি স্কুল-কলেজ, অফিস-কাছারি সব খোলা থাকবে। কেউ এই দুদিন ছুটি নিতে পারবেন না। কর্মস্থলে অনুপস্থিত থাকলে চাকরিতে ছেদ পড়বে। কিন্তু সেই হুমকি উপেক্ষা করেও এই দুদিনে কর্মবিরতিতে শামিল হয়েছেন সরকারি কোষাগার থেকে বেতন পাওয়া বহু কর্মচারী। তাতে রাজ্য সরকারের উদ্বেগ বেড়েছে। 

RELATED ARTICLES

Most Popular