Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMadhya Pradesh | Bus Accident | ব্রিজের রেলিং ভেঙে সোজা খাদে যাত্রী...

Madhya Pradesh | Bus Accident | ব্রিজের রেলিং ভেঙে সোজা খাদে যাত্রী বোঝাই বাস, ঘটনাস্থলেই মৃত ১৫

Follow Us :

মধ্যপ্রদেশ: ব্রিজের (Bridge) রেলিং ভেঙে সোজা খাদে পড়ল যাত্রী বোঝাই বাস (Bus)। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৩ শিশু ও ৬ মহিলা। গুরুতর আহত ২৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মঙ্গলবার সকালেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে মধ্য প্রদেশের (Madhya Pradesh) খারগাঁও-তে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাসটি মধ্যপ্রদেশের শ্রীখণ্ডি থেকে ইন্দোরে যাচ্ছিল। যাওয়ার সময় আচমকাই খারগোনের ডান্সওয়া ও ডোঙ্গারগাঁওয়ের মধ্যে বোরাদ নদীর সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় ১৫ জনের। আহত হয় বেশ কয়েকজন। উদ্ধারের কাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন:The Kerala Story | UP | বাংলায় নিষিদ্ধ হওয়ার পরই যোগী রাজ্যে করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ধরমবীর সিং। ছুটে আসে সরকারি উদ্ধারকারী একটি দলও। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতুর রেলিংয়ে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সরকারি পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আর্থিক ক্ষতিপূরণও। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ও আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে শিবরাজ সিং চৌহান সরকার।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে দীপাবলির আগে মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ৪০ জনের বেশি যাত্রী। বাসটি হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর যাওয়ার সময় মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় সড়কের উপর উলটে গেলে ঘটনাটি ঘটে। গত বছরের জুলাই মাসে মধ্যপ্রদেশে কাহালঘাট সেতুতে পুণেগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নর্মদা নদীতে পড়ে যায়। ঘটনায় বাসের ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। 

RELATED ARTICLES

Most Popular